Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
UPSC ESE

ইএসই মূল পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের মার্কশিট প্রকাশ ইউপিএসসি-র

এই বছর ইঞ্জিনিয়ারিং সার্ভিস এগজামিনেশন (ইএসই) পরীক্ষায় মোট ২১৩ জন সফল প্রার্থীকে নানা পদে নিযুক্ত করবে ইউপিএসসি।

ইউপিএসসি ই এসই পরীক্ষা।

ইউপিএসসি ই এসই পরীক্ষা। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৭:৫৪
Share: Save:

কিছু দিন আগেই ঘোষিত হয়েছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মূল পরীক্ষার চূড়ান্ত ফল। এ বার সফল পরীক্ষার্থীদের নম্বরও প্রকাশ করা হল ইউপিএসসি-র তরফে। পরীক্ষার্থীরা ইউপিএসসি-র ওয়েবসাইটে গিয়ে তাঁদের নম্বর দেখতে পাবেন।

এই বছর ইঞ্জিনিয়ারিং সার্ভিস এগজামিনেশন (ইএসই) পরীক্ষায় মোট ২১৩ জন সফল প্রার্থীকে নানা পদে নিযুক্ত করবে ইউপিএসসি। সরকারি সূত্র অনুযায়ী, গ্রুপ 'এ' ও গ্রুপ 'বি' সার্ভিস মিলিয়ে মোট ২৪৬ জন প্রার্থীকে শূন্যপদে নিযুক্ত করা হবে। এর মধ্যে ৭ টি আসন পিডাব্লিউবিডি প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হবে।

প্রার্থীরা কী ভাবে তাঁদের মার্কশিট দেখবেন?

  • প্রথমে তাঁদের ইউপিএসসি-র ওয়েবসাইট-upsc.gov.in-এ যেতে হবে।
  • এর পর সফল পরীক্ষার্থীদের নম্বর দেখার লিঙ্কটিতে গিয়ে প্রার্থীরা তাঁদের মার্কশিট দেখতে পাবেন।
  • এর পর পরীক্ষার্থীরা মার্কশিটটি ডাউনলোড করে নিতে পারেন।

যে পরীক্ষার্থীদের অস্থায়ী ফল প্রকাশ করা হয়েছে, তাঁদের সমস্ত নথি যাচাইয়ের পরেই কমিশন তাঁদের নিয়োগপত্র পাঠাবে। প্রার্থীদের এই অস্থায়ী পদটি আগামী ২২ মার্চ পর্যন্ত বৈধ বলে গণ্য হবে।

এর আগে, গত ২৬ জুন ইউপিএসসি ইএসই মূল পরীক্ষাটি হয়েছিল। এর পর অক্টোবর মাসে এর ইন্টারভিউয়ের আয়োজন করা হয় এবং গত ২৩ ডিসেম্বর পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয় কমিশনের তরফে।

অন্য বিষয়গুলি:

UPSC ESE UPSC Exam marksheet Scorecard result Government Exam Competitive Exam Recruitment Jobs Employment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy