ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)পরের বছরের জানুয়ারি সেশনের জন্য বিভিন্ন কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এই সমস্ত কোর্সে ভর্তির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নানা কোর্সে ভর্তির রেজিস্ট্রেশন করতে পারবেন প্রার্থীরা। নাম নথিভুক্ত করা হয়ে গেলে পড়ুয়াদের সমস্ত নিজস্ব তথ্য, শিক্ষাগত যোগ্যতা-সহ নানা তথ্য পূরণ করতে হবে।
আগ্রহীরা কী ভাবে আবেদনপত্র পূরণ করবেন?
- প্রথমে তাঁদের ইগনু-তে ভর্তির পোর্টাল- ignouadmission.samarth.edu.in-এ যেতে হবে।
- এর পর 'নিউ রেজিস্ট্রেশন'-এর লিঙ্কে ক্লিক করতে হবে।
- লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
- এ বার ইউজ়ার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনমূল্য জমা করতে হবে।
- আবেদন জানানোর কনফারমেশন স্লিপটি প্রার্থীরা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তির আবেদন জানানোর আগে প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতামান সম্পর্কে জেনে নিতে হবে।
প্রসঙ্গত, প্রতি বছরই ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় জানুয়ারি ও জুলাই সেশনে নানা কোর্সে ভর্তির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চালু করে। জানুয়ারি সেশনের জন্য প্রতি বছরই ডিসেম্বর মাস থেকে এবং জুলাই সেশনের জন্য মে মাসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়।