Advertisement
০৫ নভেম্বর ২০২৪
UPSC Exam

ইউপিএসসি-র বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু

আগ্রহী প্রার্থীরা ইউপিএসসি-র পোর্টাল-upsconline.nic.in-এ গিয়ে আবেদন জানাতে পারবেন।

ইউপিএসসি

ইউপিএসসি সংগৃহীত ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২২:১৫
Share: Save:

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) ১৬০ টি পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। বিভিন্ন কেন্দ্রীয় দফতরে ও সংস্থায় প্রার্থীরা এই পদগুলিতে ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

ইউপিএসসি এই পদগুলিতে নিয়োগের জন্য গত ১১ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করেছিল। আগ্রহী প্রার্থীরা ইউপিএসসি-র পোর্টাল-upsconline.nic.in-এ গিয়ে আবেদন জানাতে পারবেন।

কোন পদে কতগুলি শূন্য আসনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা এখানে জানানো হল—

১. সিনিয়র এগ্রিকালচারাল ইঞ্জিনিয়র

২.এগ্রিকালচার ইঞ্জিনিয়র

৩. অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (কর্পোরেট আইন)

৪. অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট

৫. অ্যাসিস্ট্যান্ট হাইড্রোলজিস্ট

৬.সেন্ট্রাল লেবার সার্ভিসের জুনিয়র টাইম স্কেলের বিভিন্ন পদে

৭.অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট

৮.অ্যাসিস্ট্যান্ট জিওফিজিসিস্ট

৯. লেকচারার (এডুকেশন টেকনোলজি/ কম্পিউটার এডুকেশন)

১০. লেকচারার (ইংরেজি)

১১. লেকচারার (হিন্দি)

১২. লেকচারার (মানবিক বিদ্যা)

১৩. লেকচারার (গণিত)

১৪.লেকচারার (দর্শন)

১৫.লেকচারার (বিজ্ঞান)

১৬.লেকচারার (সমাজবিদ্যা)

১৭.লেকচারার (মনোবিদ্যা)

এই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

ইউপিএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, উপরোক্ত পদগুলির মধ্যে কিছু পদের ক্ষেত্রে প্রার্থীদের এমএসসি/এমটেক ডিগ্রি থাকতে হবে। আবেদন জানানোর বয়স এ ক্ষেত্রে ৩০ বছরের বেশি হওয়া চলবে না। আবার অন্য বেশ কিছু পদের ক্ষেত্রে স্নাতক বা ডিপ্লোমা থাকলেও আবেদন জানানো যায়। এই পদগুলিতে আবেদন জানাতে গেলে প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি হলে চলবে না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE