Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Fake Universities

২০টি বিশ্ববিদ্যালকে ভুয়ো বলে চিহ্নিত করল ইউজিসি, রয়েছে রাজ্যের দু’টি প্রতিষ্ঠানের নামও

প্রতি বছরই শিক্ষাবর্ষ শুরুর আগে ইউজিসির তরফে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশিত হয়। সেই মতোই এই বছরও দেশ জুড়ে মোট ২০টি ভুয়ো প্রতিষ্ঠানকে তালিকায় রেখেছে ইউজিসি।

UGC

ইউজিসি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ১৬:০৬
Share: Save:

দেশের ২০টি বিশ্ববিদ্যালকে ভুয়ো বলে চিহ্নিত করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে।

প্রতি বছরই শিক্ষাবর্ষ শুরুর আগে ইউজিসির তরফে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশিত হয়ে থাকে। সেই মতোই এই বছরও দেশ জুড়ে মোট ২০টি প্রতিষ্ঠানকে ভুয়ো বলে চিহ্নিত করেছে ইউজিসি। যাদের ডিগ্রি দেওয়ার কোনও অধিকার নেই। পশ্চিমবঙ্গের দু’টি প্রতিষ্ঠানের নামও রয়েছে তালিকায়। তবে সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে দিল্লিতে।

এই বিষয়ে ইউজিসি সচিব মণীশ আর জোশি জানিয়েছেন, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে যারা ইউজিসির আইন ভেঙে ডিগ্রি দিচ্ছে। ওই বিশ্ববিদ্যালয়গুলির দেওয়া ডিগ্রি উচ্চশিক্ষায় বা কর্মসংস্থানের উদ্দেশ্যে স্বীকৃত বা বৈধ বলে গ্রাহ্য হবে না। আদতে ওই বিশ্ববিদ্যালয়গুলির কোনও ডিগ্রি দেওয়ার ক্ষমতা নেই।

ইউজিসির তরফে দেশ জুড়ে কোন কোন ২০টি বিশ্ববিদ্যালয় ভুয়ো, তার তালিকা প্রকাশ করা হল:

দিল্লির আটটি বিশ্ববিদ্যালয়:

১) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস (এআইআইপিএইচএস)

২) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ

৩) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি

৪) ভোকেশনাল ইউনিভার্সিটি

৫) এডিআর-কেন্দ্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি

৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

৭) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ-এমপ্লয়েমেন্ট

৮) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়

উত্তরপ্রদেশের চারটি বিশ্ববিদ্যালয়:

১) গান্ধী হিন্দি বিদ্যাপীঠ

২) ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিয়োপ্যাথি

৩) নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্ববিদ্যালয় (মুক্ত বিশ্ববিদ্যালয়)

৪) ভারতীয় শিক্ষা পরিষদ

অন্ধ্রপ্রদেশের দু’টি বিশ্ববিদ্যালয়:

১) ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি

২) বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া

পশ্চিমবঙ্গের দু’টি বিশ্ববিদ্যালয়:

১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন

২) ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ

এ ছাড়াও, কর্নাটকের বদ্গনভী সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, কেরালার সেন্ট জন ইউনিভার্সিটি, মুম্বইয়ের রাজা আরবি বিশ্ববিদ্যালয়, পুদুচেরির শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশনকেও ইউজিসির তরফে ভুয়ো প্রতিষ্ঠানের তালিকায় রাখা হয়েছে।

অন্য বিষয়গুলি:

UGC 20 fake universities Students Fake Degree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy