Advertisement
২২ নভেম্বর ২০২৪
WBBSE Madhyamik 2023 Toppers

প্রথম দশে নজরকাড়া মালদহ, রইল পড়ুয়ার নাম ও স্কুলের তালিকা

প্রথম দশে স্থান পেয়ছে ১১৮ জন। তার মধ্যে নজরকাড়া জায়গা নিয়ে রয়েছে মালদহ।

বাঁ দিক থেকে রিফাত হাসান সরকার ( দ্বিতীয় স্থান ), মাহির হাসান ( তৃতীয় স্থান)।

বাঁ দিক থেকে রিফাত হাসান সরকার ( দ্বিতীয় স্থান ), মাহির হাসান ( তৃতীয় স্থান)। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১৮:৫৩
Share: Save:

এ বছর মাধ্যমিকের ফল প্রকাশিত হয়ে গিয়েছে। এই বছর প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি। প্রাপ্ত নম্বর ৬৯৭। এর পরই দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র রিফাত হাসান সরকার। প্রাপ্ত নম্বর ৬৯১।

চলতি বছর মাধ্যমিক দিয়েছিল ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জন। তাদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৪৮ হাজার ৯০৯ জন। পাশের হার ৮৬.১৬ শতাংশ। ২০ জনের পরীক্ষা বাতিল। ২ জনের রেজাল্ট আটকে রয়েছে প্রযুক্তিগত কারণে। প্রথম দশে স্থান পেয়েছে ১১৮ জন। তার মধ্যে নজরকাড়া জায়গা নিয়ে রয়েছে মালদহ। মোট ২১ জন রয়েছে প্রথম দশের তালিকায়। তার তালিকা রইল:

দ্বিতীয় স্থানে

১) রিফাত হাসান সরকার, মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৯১।

তৃতীয় স্থানে

১) মাহির হোসেন। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ। প্রাপ্ত নম্বর ৬৯০।

২) স্বরাজ পাল। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ। প্রাপ্ত নম্বর ৬৯০।

৩) অর্ঘ্যদীপ সাহা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ। প্রাপ্ত নম্বর ৬৯০।

৪) মহম্মদ সরবর ইমতিয়াজ। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ। প্রাপ্ত নম্বর ৬৯০।

পঞ্চম স্থানে
১) অনুশ্রেয়া দাস, চঞ্চল রানি দাক্ষায়ণী গার্লস হাই স্কুল। মালদহ। প্রাপ্ত নম্বর ৬৮৮।

২) শুভ্রজিৎ দেব, এসি ইনস্টিটিউশন, মালদহ। প্রাপ্ত নম্বর ৬৮৮।

ষষ্ঠ স্থানে

১) রায়হান আবেদিন, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ। প্রাপ্ত নম্বর ৬৮৭।

২) ঋদ্ধিশ দাস, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ। প্রাপ্ত নম্বর ৬৮৭।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ ফলাফল

  • Roll Number*

  • Date of Birth*

সপ্তম স্থানে

১) গোলাম মাসুদ বিশ্বাস, মোজামপুর হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৬।

২) এসকে আয়ান রসিদ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ। প্রাপ্ত নম্বর ৬৮৬।

৩) এমডি ফহিম অনীশ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ। প্রাপ্ত নম্বর ৬৮৬।

অষ্টম স্থানে

১) ফারহিন আখতার, সুজাপুর হাই স্কুল, প্রাপ্ত নম্বর ৬৮৫।

২) আফিয়া আকিলা, সুজাপুর হাই স্কুল, প্রাপ্ত নম্বর ৬৮৫।

৩) আরণ্য লালা, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ। প্রাপ্ত নম্বর ৬৮৫।

৪) দেবকুমার মিশ্র, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ। প্রাপ্ত নম্বর ৬৮৫।

দশম স্থান

১) সৌম্যা সুলতানা, সুজাপুর হাই স্কুল। মালদহ। প্রাপ্ত নম্বর ৬৮৩।

২) মাহফুজ় আলম, নজিরপুর হাই স্কুল, মালদহ। প্রাপ্ত নম্বর ৬৮৩।

৩) সাগ্নিক বক্সী, এসি ইনস্টিটিউট। মালদহ। প্রাপ্ত নম্বর ৬৮৩।

৪) অনুব্রত ঘোষ, মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৩।

৫) অঙ্কিত মণ্ডল, মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৩।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy