বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পাঠক্রমে ভর্তির দিনক্ষণ প্রকাশ করেছে উচ্চশিক্ষা দফতর। সেই নিয়ম অনুযায়ী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে শুরু হয়েছে স্নাতকোত্তর স্তরে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) পাঠক্রমে ভর্তির প্রক্রিয়া। পড়ুয়াদের আবেদন জানানোর পদ্ধতি, ভর্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়ে দেখে নিন বিস্তারিত।
কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?
দু’বছরের এই কোর্সে ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ রেডিও ফিজিক্স/ ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবেন। ভর্তি হওয়ার জন্য ইলেকট্রনিক্স/ পদার্থবিদ্যায় স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
একইসঙ্গে, যে সমস্ত পড়ুয়া গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
কী ভাবে আবেদন করতে হবে?
আগ্রহী পড়ুয়াদের অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গেই আনুষঙ্গিক তথ্য এবং নথি জমা দিতে হবে। মোট ৪৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি হিসেবে দিতে হবে।
ভর্তির শর্তাবলি:
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy