গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। সোমবার এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে প্রকল্পের কাজ হবে। যার জন্য অর্থ সহায়তা করবে রাজ্য সরকার। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসের জন্য এই নিয়োগ। প্রতিষ্ঠানে ‘ইমিউন ইভেশন বাই সার্স-কভ-২ অ্যাক্সেসরি প্রোটিন ওআরএফ৩এ অ্যান্ড দ্য স্ট্রাকচার-ফাংশন ইম্প্যাক্ট বাই দ্য মিউটেশনস অবজ়ার্ভড ইন ওয়ার্ল্ড-ওয়াইড ভ্যারিয়েন্টস’ শীর্ষক প্রকল্পের কাজ হবে। এটি রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি (ডিএসটিবিটি)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁর কাজের দক্ষতা ও প্রকল্পের প্রয়োজনে এই মেয়াদ বাড়িয়ে তিন বছর পর্যন্ত করা হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমা নির্ধারণ করা হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ২৫,০০০ টাকা।
আবেদনকারীদের বায়োলজি বা জীববিদ্যায় স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৪ মার্চ আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ১৮ মার্চ সকাল ১১টা থেকে। এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।