সামার ইন্টার্নশিপের সুযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাংলা বিভাগের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
লিঙ্গুইস্টিক অ্যান্ড বেসিক ল্যাবরেটরি ফোনেটিক্স-র ওপর ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা দেবারতি জানা জানিয়েছেন, ন্যাশনাল এডুকেশন পলিসি (এনইপি) ২০২০-র নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের তরফে সামার ইন্টার্নশিপ করানো হয়। সেই সুবাদেই এই ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। দেবারতি বলেন, ‘‘এটি সম্পূর্ণ ভাবেই প্র্যাক্টিক্যাল ক্লাস, থিয়োরি খুব কমই রয়েছে। সাহিত্যের একবারের গোড়া থেকে পড়ানো হবে। বইয়ের পাতার বাইরে গিয়ে ব্যবহারিক দিক দিয়ে সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে।’’
আরও পড়ুন:
যে সমস্ত পড়ুয়া বর্তমানে চার বছরের স্নাতক পড়ছেন শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। প্রোগ্রামে অংশগ্রহণের জন্য এক হাজার টাকা করে জমা দিতে হবে। আট সপ্তাহের এই প্রোগ্রামে নেই কোনও আসন সংখ্যা। প্রোগ্রাম শেষের পর বিশ্ববিদ্যালয়ের তরফে শংসাপত্র দেওয়া হবে।
ভর্তি হতে চাইলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন করে ভর্তি হওয়া যাবে। ২৪ মার্চ রেজিস্টেশনের শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।