Advertisement
E-Paper

আইপিএলে সবচেয়ে বেশি ধকল পড়বে কোহলিদের, কোন দলকে কত পথ পাড়ি দিতে হবে?

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মুখ খুলেছিলেন প্যাট কামিন্স। আইপিএলের লিগ পর্বে তাঁর সানরাইজার্স হায়রাবাদই সবচেয়ে কম বিমানযাত্রার ধকল নেবে।

picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৮:৪১
Share
Save

এ বার আইপিএলের ম্যাচগুলি হবে দেশের ১৩টি শহরে। ১০টি দলকে বিভিন্ন শহরে ঘুরে খেলতে হবে লিগ পর্বের ম্যাচগুলি। প্রতিযোগিতার সূচি অনুযায়ী সবচেয়ে বেশি পথ যাতায়াত করতে হবে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এ ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রতিযোগিতার মাঝে ক্রিকেটারদের বিমানযাত্রার ধকল নিয়ে নানা কথা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে হয়েছে প্রতিযোগিতা। ভারতীয় দল সব ম্যাচ দুবাইয়ে খেলেছে। বাকি দলগুলিকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহি ঘুরে খেলতে হয়েছে বলে অভিযোগ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। ভারতীয় দলের বাড়তি সুবিধা নিয়ে তাঁরা সোচ্চার। আইপিএলে সব দলকেই প্রতিযোগিতার মাঝে যথেষ্ট বিমানযাত্রা করতে হবে। সেই ধকল নিয়েই খেলতে হবে ক্রিকেটারদের।

দেখে নেওয়া যাক কোন দলকে কত পথ পাড়ি দিতে হবে লিগ পর্বের ম্যাচগুলি খেলার জন্য। আইপিএলের সূচি অনুযায়ী, সবচেয়ে কম যাতায়াত করতে হবে প্যাট কামিন্সদের। হায়দরাবাদকে লিগ পর্বে ৮,৫৩৬ কিলোমিটার পথ সফর করতে হবে। কম যাতায়াতের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর পটেলের দলকে ৯২৭০ কিলোমিটার সফর করতে হবে। তৃতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্থের দলকে লিগ পর্বে ৯৭৪৭ কিলোমিটার বিমানযাত্রা করতে হবে। চতুর্থ স্থানে গুজরাত টাইটান্স। শুভমন গিলদের ১০,৪০৫ কিলোমিটার যাতায়াতের ধকল নিতে হবে। পঞ্চম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের কম ধকল নিতে হবে না। তাঁদের লিগ পর্বে যাতায়াত করতে হবে ১২,৭০২ কিলোমিটার। ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দলকে পাড়ি দিতে হবে ১২,৭৩০ কিলোমিটার। সপ্তম স্থানে কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আয়ারদের যাতায়াত করতে হবে ১৩,৫৩৭ কিলোমিটার পথ। অষ্টম স্থানে পঞ্জাব কিংস। শ্রেয়স আয়ারদের ১৪,৩৪১ কিলোমিটার বিমানযাত্রা করতে হবে। নবম স্থানে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিংহ ধোনিদের লিগ পর্বের ম্যাচগুলি খেলতে ১৬,১৮৪ কিলোমিটার যাতায়াত করতে হবে। দশম স্থানে বেঙ্গালুরু। কোহলিদের ১৭,০৮৪ কিলোমিটার যাতায়াতের ধকল সামলাতে হবে আইপিএলের লিগ পর্বে।

আইপিএলের কোনও দলই নির্দিষ্ট কোনও শহরে লিগ পর্বের সব ম্যাচ খেলতে পারবে না। কোনও বছরই সেই সুযোগ থাকে না। তবে হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর যাত্রাপথের পার্থক্য অনেকটাই। কামিন্সদের তুলনায় ৮,৫৪৮ কিলোমিটার বেশি যাতায়াত করতে হবে কোহলিদের। অর্থাৎ, দ্বিগুণেরও বেশি। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সও সরব হয়েছিলেন ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে। আইপিএলের সূচি অনুযায়ী, লিগ পর্বে তাঁর দলই বাড়তি সুবিধা পাচ্ছে।

সংক্ষেপে
  • ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
  • ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
RCB SRH Virat Kohli Distance
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy