Advertisement
২১ মে ২০২৪
Kalyani University Admission 2024

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দু’মাসের ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের শেষ দিন ১৪ মে

সম্পূর্ণ প্রোগ্রামটি আয়োজনের জন্য যৌথ ভাবে দায়িত্ব দেওয়া হবে স্কুল অধীনস্থ ন্যানোসায়েন্স অ্যান্ড ন্যানোটেকনোলজি বিভাগ এবং জিনোম সায়েন্স বিভাগের উপর।

Kalyani University

কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৪ ১৯:০৭
Share: Save:

নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয়ের একটি স্কুলের তরফে স্বল্প সময়ের জন্য এই ইন্টার্নশিপের আয়োজন করা হবে। ইতিমধ্যেই অনলাইনে এর জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়ের তরফে ইন্টার্নশিপের আয়োজন করা হবে। সম্পূর্ণ প্রোগ্রামটি আয়োজনের জন্য যৌথ ভাবে দায়িত্ব দেওয়া হবে স্কুল অধীনস্থ ন্যানোসায়েন্স অ্যান্ড ন্যানোটেকনোলজি বিভাগ এবং জিনোম সায়েন্স বিভাগের উপর। ইন্টার্নশিপে বিভিন্ন বিষয়ে থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাক্টিক্যাল ক্লাসেরও আয়োজন করা হবে। থাকবে রিসার্চ মেথডস, বেসিক সেল কালচার টেকনিক্স, লাইট অ্যান্ড ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি, স্পেক্ট্রোস্কোপি, বেসিক ন্যানোটেকনোলজি এবং মেথডস অফ বায়োটেকনোলজির মতো নানা বিষয়।

আগামী ১৫ থেকে ১৫ জুলাই পর্যন্ত ইন্টার্নশিপ চলবে। অর্থাৎ মেয়াদ মাত্র দু’মাস। মোট ২০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ইন্টার্নশিপে যোগদানের জন্য ‘অ্যাকাডেমিক’ এবং ‘নন-অ্যাকাডেমিক’ ব্যক্তিদের যথাক্রমে ৬,০০০ টাকা এবং ১০,০০০ টাকা জমা দিতে হবে।

আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। ইন্টার্নশিপের জন্য বরাদ্দ মূল্যও জমা দিতে হবে অনলাইনে। রেজিস্ট্রেশনের শেষ দিন ১৪ মে। এই বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE