জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এ কর্মী প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অটলবিহারী বাজপেয়ী স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড অন্ত্রপ্রেনিয়রশিপ-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওই গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পের নাম, ‘আইসিএসএসআর স্পনসরড স্পেশ্যাল কল ফর ভিশন বিকশিত ভারত @ ২০৪৭।’
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে সমাজবিজ্ঞান কিংবা সমতুল্য কোনও বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা রিসার্চ অ্যাসোসিয়েট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজের সুযোগ পাবেন। উল্লিখিত পদে তিন থেকে ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে।
আরও পড়ুন:
কাজের জন্য নিযুক্তেরা মাসে ২০ হাজার টাকা থেকে শুরু করে ৪৭ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিকও পাবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, এর জন্য ইমেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২০ নভেম্বর। এই বিষয়ে আরও জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।