প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনার আগ্রহ বেড়েছে কয়েকগুন। অনেকেই ডেটা সায়েন্স নিয়েও উচ্চশিক্ষা গ্রহণের কথা ভাবছেন। তবে, যাঁরা এই মুহূর্তে কর্মরত কিংবা বিজ্ঞান-সহ বিভিন্ন শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, তাঁরা কী ডেটা সায়েন্স শেখার সুযোগ পেতে পারেন? এমন আগ্রহীদের জন্য বিশেষ কোর্সের খবর রইল।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতা এবং ওয়েবেল ফুজ়িসফট ভারা সিওই-এর তরফে একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ওই প্রোগ্রামে ডেটা সায়েন্স, পাইথন, ডেটা মাইনিং, ডিপ লার্নিং-সহ বিভিন্ন বিষয়ে ক্লাস করানো হবে। একই সঙ্গে হাতে কলমে কাজও শেখার সুযোগ থাকছে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কোর্সের ক্লাস শুরু ৬ ডিসেম্বর, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। মোট এক মাসের এই কোর্সে ক্যুইজের মাধ্যমেও মূল্যায়নের ব্যবস্থা থাকবে। ক্লাস শেষে প্রত্যেক অংশগ্রহণকারী ব্যক্তিরা ওই মূল্যায়নের ভিত্তিতেই এনআইটিটিটিআর, কলকাতা এবং ওয়েবেল-এর তরফে একটি শংসাপত্র পাবেন।
কোর্সের ক্লাস করতে আগ্রহীরা এনআইটিটিটিআর, কলকাতার ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। সেখানে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদনপত্র ৩০ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। কোর্স ফি হিসাবে বরাদ্দ করা হয়েছে ১০ হাজার টাকা। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।