ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় গবেষণামূলক কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পে অস্থায়ী ভাবে কাজের সুযোগ মিলবে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের এর জন্য আগে থেকে আবেদন জানাতে হবে না।
আইএসআই কলকাতার কমার্শিয়াল অ্যান্ড অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স ইউনিটে একটি প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রকল্পটির নাম— ‘ডিজ়াইনিং আ কনকারেন্ট ইভ্যালুয়েশন ফ্রেমওয়ার্ক ফর দ্য ফরেন ট্রেড পলিসি’। এর জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের বাণিজ্য এবং শিল্প মন্ত্রক অধীনস্থ সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ কমার্শিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট লিঙ্কড টেকনিক্যাল পার্সন পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে। এর পরে তাঁর কাজ এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৩৫,০০০ টাকা।
আবেদনকারীদের স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তরের পর তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে আগামী ২১ এপ্রিল দুপুর আড়াইটে নাগাদ ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন দুপুর ২টোর মধ্যে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।