Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
IPGMER

আইপিজিএমইআর এসএসকেএম-এ সহকারী গবেষক পদে নিয়োগ, কারা আবেদন জানাতে পারবেন?

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে প্রার্থীদের নিয়োগ হবে। গবেষণার কাজটির খরচ বহন করবে কেন্দ্রীয় সরকারের মেডিক্যাল গবেষণা কাউন্সিল।

আইপিজিএমইআর এসএসকেএম।

আইপিজিএমইআর এসএসকেএম। সংগৃহীত ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৯:১২
Share: Save:

এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন ও রিসার্চ-এ সহকারী গবেষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। গবেষণার কাজটির খরচ বহন করবে কেন্দ্রীয় সরকারের মেডিক্যাল গবেষণা কাউন্সিল।আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি আইপিজিএমইআর-এর ওয়েবসাইট-https://www.ipgmer.gov.in/- পারবেন।

এ বার এই নিয়োগের ব্যাপারে সংক্ষিপ্ত ভাবে জেনে নেওয়া যাক:

পদ: সহকারী গবেষক

শূন্যপদ: ১টি

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের জীবনবিজ্ঞানে স্নাতকোত্তর-সহ ক্লিনিক্যাল গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমবিবিএস/এমফার্ম/বায়ো সায়েন্সে এমই/বায়ো সায়েন্সে এমটেক ডিগ্রি-সহ ক্লিনিক্যাল গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া, যে প্রার্থীদের আইসিএমআর/ডিবিটি/ডিএসটি/সিএসআইআর-এর কোনও প্রজেক্টে ক্লিনিক্যাল গবেষণার অভিজ্ঞতা থাকলে, জীবনবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি থাকলে এবং ভেনিপানকচার ব্লাড কালেকশনের অভিজ্ঞতা থাকলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের মেয়াদ: আনুমানিক ১ বছর। তবে প্রার্থীদের কাজের উপর নির্ভর এই মেয়াদ বাড়তেও পারে।

বেতন কাঠামো: মনোনীত প্রার্থীকে এই পদে মাসিক ৩১০০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে।

ইন্টারভিউয়ের দিনক্ষণ: আগামী ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় ইন্টারভিউটি হবে।

ইন্টারভিউয়ের স্থান: ইন্টারভিউটি আইপিজিএমআর-এর নিউ ব্লক বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ডিরেক্টরের অফিসে আয়োজিত হবে।

অন্য বিষয়গুলি:

IPGMER SSKM Hospital Research Assistant Recruitment Contractual Employment Jobs Employment Medical Doctors Walk in Interview
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy