ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর বিভিন্ন পরীক্ষার মধ্যে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এগজাম (সিডিএস) ও ন্যাশনাল ডিফেন্স একাডেমি এগজাম (এনডিএ) অন্যতম উল্লেখযোগ্য পরীক্ষা। বৃহস্পতিবার থেকেই ২০২৩-এর সিডিএস ১ ও এনডিএ ১ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইউপিএসসি-এর ওয়েবসাইট-upsc.gov.in-এ গিয়েই আবেদন জানানোর ফর্মটি পূরণ করতে হবে। পরীক্ষাগুলিতে আবেদন জানানোর শেষ দিন ১০ জানুয়ারি, ২০২৩।
এই পরীক্ষাগুলিতে আবেদন জানানোর আগে প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতার মাপকাঠি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ভাল ভাবে খুঁটিয়ে দেখে নিতে হবে। আবেদনপত্র পূরণের সময় প্রার্থীদের সমস্ত ব্যক্তিগত ও পড়াশোনা সংক্রান্ত তথ্য পূরণের সঙ্গে প্রয়োজনীয় নথি ও বরাদ্দ মূল্য জমা দিতে হবে। আগামী বছর ১৬ এপ্রিলে এই দুটি পরীক্ষারই আয়োজন করবে ইউপিএসসি।
আরও পড়ুন:
আবেদনপত্র পূরণের পদ্ধতি:
- প্রার্থীদের প্রথমে ইউপিএসসি-র ওয়েবসাইট-upsc.gov.in-এ গিয়ে 'এপলাই অনলাইন লিঙ্ক'-এ ক্লিক করতে হবে।
- এর পর 'অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর এগজামিনেশনস' লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে সমস্ত তথ্য দিয়ে ও যাচাই করে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে।
- রেজিস্ট্রেশনের পর লগ ইন ডিটেলস দিয়ে ঢুকে ইউপিএসসি এনডিএ ও সিডিএস ১-এর সংশ্লিষ্ট আবেদনপত্রের লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে।
- এর পর আবেদনমূল্যটি অনলাইন বা অফলাইনে জমা দিয়ে দিতে হবে।
- আবেদনমূল্য জমা করার পর সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদনপত্রটি জমা দিয়ে দিতে হবে। এই আবেদনপত্র এর পর প্রার্থীরা ডাউনলোড করে প্রিন্ট করে নিজেদের কাছে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।