Advertisement
E-Paper

মেডিক্যাল ইমেজিং-এ ডিপ লার্নিং প্রয়োগের কৌশল শেখাবে আইআইটি খড়্গপুর

নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। ক্লাস করানো হবে প্রতিষ্ঠানের কলকাতার ক্যাম্পাসে।

Medical Imaging with Deep Learning.

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৩:৫৩
Share
Save

মেডিক্যাল ইমেজিং-এ ডিপ লার্নিং প্রয়োগের প্রাসঙ্গিকতা নিয়ে বিশেষ কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে এই কোর্স করানো হবে। প্রতিষ্ঠানের কলকাতার ক্যাম্পাসে ‘সামার স্কুল ২০২৫’ কর্মসূচির অধীনে এই বিষয়টি নিয়ে চর্চা চলবে।

ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত ব্যক্তিরা কোর্সটি করার সুযোগ পাবেন। এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা করছেন কিংবা কোনও সংস্থায় কর্মরত রয়েছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

কী কী বিষয় শেখানো হবে?

অংশগ্রহণকারীদের আল্ট্রাসাউন্ড ফিজ়িক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ট্রান্সডিউসার্‌স, ডিপ লার্নিং ফর বিম ফর্মিং, জিয়োমেট্রি অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অফ সিটি মেশিন এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পাঠদান করা হবে। একই সঙ্গে হাতেকলমে বিভিন্ন যন্ত্র এবং সামগ্রী ব্যবহারের কৌশলও শেখাবেন বিশেষজ্ঞেরা। কোর্স শেষে ইন্টার্নশিপের সুযোগও রয়েছে।

৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত কোর্সের ক্লাস করানো হবে। আইআইটি খড়্গপুরের কলকাতার ক্যাম্পাসে ক্লাস করাবেন বিশেষজ্ঞরা। কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতকদের ৪,১৩০ টাকা, স্নাতকোত্তর স্তরে পাঠরত কিংবা পিএইচডি, পোস্ট ডক্টরাল ডিগ্রি প্রাপ্তদের ৫,৩১০ টাকা, ফ্যাকাল্টি মেম্বারদের ৭,০৮০ টাকা এবং কর্মরত ব্যক্তিদের ১১,৮০০ টাকা কোর্স ফি হিসাবে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ৩০ এপ্রিল।

Skill Development Courses for Students

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}