ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে হোমিয়োপ্যাথি ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণাধর্মী কাজ হবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি প্রকল্পে গবেষক নিয়োগ করা হবে। এতে অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় মন্ত্রক। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।
প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক অধীনস্থ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিয়োপ্যাথির অর্থপুষ্ট।
নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির ফেলোশিপ হবে মাসে ৪৮,১০০ টাকা।
আবেদনকারীদের বায়োটেকনোলজি/ বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইন্সট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ জীবনবিজ্ঞানের কোনও শাখায় স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১২ মার্চ আবেদনের শেষ দিন। এর পরে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন সমস্ত নথি সঙ্গে রাখতে হবে প্রার্থীদের। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।