দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-এর স্পেশালিষ্ট অফিসার পদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। আইবিপিএস-র ওয়েবসাইট থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। আগামী ৩১ ডিসেম্বর ২০২২-এ আইবিপিএস এসও পরীক্ষা হতে পারে।
আইটি, মার্কেটিং, এগ্রিকালচার, এইচআর, ল-সহ আরও অনেক বিভাগের জন্য স্পেশালিষ্ট অফিসার পদে নিয়োগ করতে চলেছে আইবিপিএস।
দু’টি ধাপে আয়োজিত হতে চলেছে আইবিপিএস এসও পরীক্ষা। প্রাথমিক (প্রিলিমিনারি) এবং মূল (মেন)। প্রার্থীদের প্রথমে প্রাথমিক ধাপে উত্তীর্ণ হতে হবে। তা হলেই, প্রার্থীরা মূল পরীক্ষায় বসতে পারবেন। মূল পরীক্ষায় উত্তীর্ণ হলে মেধাতালিকার ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যে সমস্ত প্রার্থী মূল পরীক্ষা এবং ইন্টারভিউতে ভাল ফল করবেন তাঁদের মেধাতালিকা অনুয়ায়ী নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
এক নজরে দেখে নিন কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড:
- প্রথমে আবেদনকারীকে আইবিপএস-এর ibps.in ওয়েবসাইটে যেতে হবে।
- হোমপেজ থেকে ‘অ্যাডমিট কার্ড’ লেখা লিঙ্কে যেতে হবে।
- যে পেজটি খুলবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
- এর পরেই আবেদনকারীরা অ্যাডমিট কার্ড দেখতে পেয়ে যাবেন।
- পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে পারেন।
পরীক্ষাকেন্দ্রে প্রার্থীদের অ্যাডমিট কার্ড-সহ প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা প্রয়োজন। এই বিষয় বিস্তারিত জানতে প্রার্থীরা আইবিপিএস-এর ibps.in ওয়েবসাইটটি দেখুন।