অল ইন্ডিয়া ল এনট্রান্স টেস্ট (এআইএলইটি) ২০২৩-এর ফল প্রকাশিত হয়েছে। দ্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি (এনএলইউ)-র ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ফল। ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে যে সমস্ত শিক্ষার্থী অনার্স-সহ বিএ এলএলবি পড়তে চান, তাঁদের এআইএলইটি দিতে হয়।
বিশ্ববিদ্যালয়ে ২০ থেকে ২৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে কাউন্সেলিং প্রক্রিয়া। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি এবং প্রতিবন্ধী (পিডবলিউডি) শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বর্তমানে রেজিস্ট্রেশন মূল্য ২০ হাজার টাকা দিতে হবে।
আরও পড়ুন:
এক নজরে দেখে নিন কী ভাবে দেখবেন ফলাফল:
- এনএলইউ-এর nationallawuniversitydelhi.in এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।
- হোমপেজ থেকে ‘এআইএলইটি ২০২৩’ লেখা লিঙ্কে যেতে হবে।
- এর পরেই পরীক্ষার্থীরা ফল দেখতে পেয়ে যাবেন।
- পরবর্তী প্রয়োজনের জন্য ফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
এআইএলইটি-র ফল ছাড়াও, বিএ এলএলএম এবং পিএইচডি কোর্সের উত্তর সঙ্কেতও প্রকাশিত হয়েছে। nationallawuniversitydelhi.in এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন পরীক্ষার্থীরা।