যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রকল্পটি প্রতিষ্ঠানের স্ব-অর্থপুষ্ট। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেসে প্রকল্পের জন্য এই নিয়োগ। সেখানে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে গবেষণার কাজ হবে। নিয়োগ হবে পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ একটি। প্রথমে এক বছরের জন্য এই পদে নিয়োগ হবে। এর পর নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আর এক বছর বৃদ্ধি করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিয়ম মেনে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।
আরও পড়ুন:
উক্ত পদে আবেদনকারীর কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে পিএইচডি থাকতে হবে। যাঁদের কেমিক্যাল/ফিজ়িক্যাল সায়েন্সে পিএইচডি-র পাশাপাশি কোয়ান্টাম কম্পিউটিং সংক্রান্ত জ্ঞান রয়েছে, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৫ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।