Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
interior designer

ইন্টিরিয়ার ডিজ়াইনার কী ভাবে হওয়া যায়? কী কোর্স রয়েছে? রইল খুঁটিনাটি

এই প্রতিবেদনে ইন্টিরিয়ার ডিজ়াইনার হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন, কী কোর্স রয়েছে, সেই সব খুঁটিনাটি আলোচনা করা হল।

ইন্টিরিয়ার ডিজ়াইনার।

ইন্টিরিয়ার ডিজ়াইনার। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ২১:৪৪
Share: Save:

ছোট থেকেই বাড়ির সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখতে ভালবাসেন, বাড়ির কোন জায়গায় কোন জিনিস রাখলে সব থেকে আকর্ষণীয় লাগবে এই ধারণাও থাকে অনেকেরই। ইন্টিরিয়ার ডিজ়াইনারদের কাজটাও অনেকটা একই রকমের। তবে, যদি এই ভাললাগার বিষয়কেই পেশা নির্বাচন করতে হয়, তা হলে প্রয়োজন সঠিক পড়াশোনার। এই প্রতিবেদনে ইন্টিরিয়ার ডিজ়াইনার হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন, কী কোর্স রয়েছে, সেই সব খুঁটিনাটি আলোচনা করা হল।

কী কোর্স রয়েছে

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। দ্বাদশ শ্রেণি পাশের পর শিক্ষার্থীরা এই বিষয়ে স্নাতক করতে পারেন, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সও করতে পারেন। এবং পরে বৃহত্তর শিক্ষার জন্য স্নাতকোত্তর পড়তে পারেন। যদি কোনও শিক্ষার্থী অন্য কোনও বিষয় নিয়ে স্নাতক হন, তিনিও স্নাতক ডিগ্রির পর ইন্টিরিয়ার ডিজ়াইনিং নিয়ে পড়তে পারেন। নীচে কোর্সগুলি আলোচনা করা হল।

  • ইন্টিরিয়ার ডিজ়াইনে ডিপ্লোমা
  • ইন্টিরিয়ার ডিজ়াইনে অ্যাডভান্সড প্রফেশনাল ডিপ্লোমা
  • ইন্টিরিয়ার ডিজ়াইনে সার্টিফিকেট কোর্স
  • ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স
  • কম্পিউটার-এইড ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ সার্টিফিকেট
  • ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ ব্যাচেলর অফ ডিজ়াইন (বিডিএস)
  • ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি)
  • ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ ব্যাচেলর অফ আর্টস (বিএ)
  • ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ ব্যাচেলর অফ ফাইন আর্টস (বিএফএ)
  • ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ মাস্টার ইন ডিজ়াইন (এমডিএস)
  • ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ মাস্টার অফ সায়েন্স (এমডিএস)

এই কোর্সগুলির মধ্যে সাধারণত যে বিষয়গুলি পড়তে হয়, ইন্টিরিয়র ডিজ়াইন স্টুডিও, বেসিক ডিজ়াইন স্টুডিও, সিএডি, আসবাবপত্রের ইতিহাস, ইন্টিরিয়ার কনস্ট্রাকশন, কম্পিউটার-সহায়ক নকশা, ইন্টিরিয়ার প্রফেশনাল প্র্যাকটিস, ল্যান্ডস্কেপ ইন্টিরিয়ারস, হিস্ট্রি অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ইন্টিরিয়ার ডিজ়াইনিংয়ের বিজ্ঞান, কনস্ট্রাকশন টেকনিক এবং এস্টিমেশন কস্টিং-সহ আরও অনেক ভাগ থাকে ইন্টিরয়র ডিজ়াইনিং কোর্সের মধ্যে।

এক নজরে দেখে নিন ভারতের কোন কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হয় ইন্টিরিয়ার ডিজ়াইনিং

  • পার্ল অ্যাকাডেমি, নয়াদিল্লি
  • গণপত বিশ্ববিদ্যালয়, মেহসানা
  • গারোদিয়া স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়, মুম্বই
  • এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, কলকাতা
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
  • এনসিআর হরিয়ানা
  • ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ ডিজ়াইন, সোনিপত
  • আনসাল বিশ্ববিদ্যালয়, গুরগাঁও
  • এপিজে ইনস্টিটিউট অফ ডিজ়াইন, নয়াদিল্লি
  • ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, নয়াদিল্লি
  • ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ইন্টিরিয়ার ডিজ়াইনার্স, নয়াদিল্লি

চাকরির কী সুযোগ রয়েছে

ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এর কোর্স সম্পূর্ণ হওয়ার পর চাকরির অনেকগুলি ক্ষেত্র রয়েছে। ইন্টিরিয়ার এবং স্পেশাল ডিজ়াইনার হিসাবে কাজ শুরু করতে পারেন। লাইটিং ডিজ়াইনার, ভিজ়্যুয়াল মার্চেন্ডাইজ়ার, প্রোডাকশন ডিজ়াইনার, আর্ট ডিরেক্টর এবং প্রদর্শনী ডিজ়াইনার হিসাবেও কাজ শুরু করতে পারেন ইন্টিরিয়ার ডিজ়াইনিং কোর্সের পর। একই সঙ্গে কেউ এই কোর্স সম্পূর্ণ হওয়ার পর স্বাধীন ভাবে নিজস্ব সংস্থা খুলেও কাজ করতে পারেন।

ইন্টিরিয়ার ডিজ়াইনারদের মূলত কোন কাজগুলি করতে হয়

ইন্টিরিয়ার ডিজ়াইনারদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সঙ্গে ওঠাবসা করতে হয়। তাই ক্লায়েন্টদের চাহিদার কথা ভাল করে বোঝা এবং সেই অনুয়ায়ী নকশা প্রদান করা ইন্টিরিয়ার ডিজ়াইনারের কাজের মধ্যে পড়ে। ক্লায়েন্টের চাহিদা কোনটা সেটা কথোপকথনের মধ্য দিয়ে বোঝা। নির্ধারিত সময়সীমা ঠিক করতে হয়, যে সময়সীমার মধ্যে ইন্টিরিয়ার ডিজ়াইনারকে ক্লায়েন্টের কাজ সম্পূর্ণ করে দিতে হয়। কোনও প্রজেক্ট শুরু করার আগে তার নকশা তৈরি করা, আঁকা এবং পরিকল্পনা করা ইন্টিরিয়ার ডিজ়াইনারের কাজ।

অন্য বিষয়গুলি:

interior designer Course Eligibility Job Career Designer Decor West Bengal India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy