Advertisement
৩১ ডিসেম্বর ২০২৪
Purba Burdwan

পূর্ব বর্ধমানে পরিবার কল্যাণ সমিতিতে একাধিক পদে নিয়োগ, কতগুলি শূন্য আসনের ঘোষণা?

এই পদগুলিতে প্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

পূর্ব বর্ধমানে নিয়োগ।

পূর্ব বর্ধমানে নিয়োগ। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ২১:২১
Share: Save:

পূর্ব বর্ধমানের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি বিবিধ পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা https://purbabardhaman.nic.in/ বা https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2022/11/2022113058.pdf লিঙ্কে সরাসরি গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এই পদগুলিতে প্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

এই নিয়োগের ব্যাপারে এ বার সংক্ষেপে জেনে নেওয়া যাক।

পদ:

১. ব্লক এপিডেমোলোজিস্ট

২. ব্লক পাবলিক হেলথ ম্যানেজার

৩. ল্যাবরেটরি টেকনিশিয়ান

৪. ব্লক ডেটা ম্যানেজার

শূন্য আসনের সংখ্যা:

১.ব্লক এপিডেমোলোজিস্ট: ৪টি

২.ব্লক পাবলিক হেলথ ম্যানেজার : ৪টি

৩.ল্যাবরেটরি টেকনিশিয়ান: ৮টি

৪. ব্লক ডেটা ম্যানেজার: ৪টি

বয়ঃসীমা:

ব্লক এপিডেমোলোজিস্ট,ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এবং ব্লক ডেটা ম্যানেজারের পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন কাঠামো:

এর মধ্যে ব্লক এপিডেমোলোজিস্ট ও ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক ৩৫০০০ টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া, ব্লক ডেটা ম্যানেজার ও ল্যাবরেটরি টেকনিশিয়ান পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক ২২০০০ টাকা বেতন দেওয়া হবে।

কাজের মেয়াদ:

এই পদে নিযুক্ত প্রার্থীদের আগামী ৩১ মার্চ পর্যন্ত কাজে নিযুক্ত করা হবে। তবে এই সময়সীমা বাড়তেও পারে।

নিয়োগ প্রক্রিয়া:

এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত ও কাঙ্ক্ষিত যোগ্যতা যাচাই করে তাঁদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে। যাঁরা এই পরীক্ষায় পাশ করবেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রার্থীদের এই শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউ প্রক্রিয়ায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এই পদগুলির জন্য নির্বাচিত করা হবে।

আবেদনমূল্য:

এই পদগুলিতে আবেদনের জন্য অসংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ১০০ টাকা ও সংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ৫০ টাকা জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের রাজ্যের স্বাস্থ্য দফতরের সরকারি ওয়েবসাইট https://www.wbhealth.gov.in/-এ গিয়ে উক্ত পদগুলিতে আবেদন জানাতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী ১৯ ডিসেম্বর।

এই পদে আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ব্যাপারে জানতে প্রার্থীদের সরকারি বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

অন্য বিষয়গুলি:

Purba Burdwan District Health and Family Welfare Samity West Bengal Health and Family Welfare Department West Bengal health department Recruitment Jobs Employment Health Medical Doctors Lab Technicians Public Health Jobs in West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy