দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। প্রতীকী ছবি।
স্নাতকস্তরে নেপালি ভাষা নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে? পড়ার সুযোগ দিচ্ছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। সদ্যই এই মর্মে প্রকাশিত হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সাম্মানিক স্তরে ভর্তি সংক্রান্ত নিয়মাবলি। ভর্তির ক্ষেত্রে রয়েছে কী কী শর্তাবলি, রইল বিস্তারিত।
কোন কোন বিষয় স্নাতকস্তরে পড়ানো হবে?
বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, নেপালি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ভূগোল, উদ্ভিদবিদ্যা, রসায়ন, অঙ্ক, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, মাইক্রোবায়োলজি, হিসাবশাস্ত্র — এই বিষয়গুলি স্নাতকস্তরে পড়ানো হবে।
কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?
যে সমস্ত শিক্ষার্থীরা ২০২১, ২০২২, ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরা এই বিষয়গুলি নিয়ে স্নাতকস্তরে পড়ার সুযোগ পাবেন।
ভর্তির শর্তাবলি:
অন্যান্য তথ্য এবং শর্তাবলি জানতে দেখে নিতে হবে দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইট। এর পাশাপাশি, শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের জন্য নজর রাখতে পারেন আনন্দবাজার অনলাইন শিক্ষা বিভাগেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy