প্রতীকী চিত্র।
চলতি বছরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েশন (সিইউইটি ইউজি) বা কুয়েট ইউজি হওয়ার কথা আগামী মে মাসে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বা জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল সে কথা। তবে রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সচিব জগদেশ কুমার জানিয়েছেন, আসন্ন লোকসভা ভোটের কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হতে পারে।
রবিবার জগদেশ কুমার সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ইতিমধ্যেই জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা কুয়েট ইউজি-র যে সময়সূচি ঘোষণা করেছে, সেটি একটি সম্ভাব্য সময়সূচি। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হলেই পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হবে।
এ বছরের কুয়েট ইউজি-র সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ১৫ মে। চলবে ৩১ মে পর্যন্ত। প্রতিদিন দু’টি বা তিনটি পর্বে পরীক্ষার আয়োজন করা হবে। এর পর ৩০ জুন প্রকাশিত হবে ফলাফল। এ বছরই প্রথম কুয়েট ইউজি-র আয়োজন করা হবে হাইব্রিড পদ্ধতিতে। অর্থাৎ কাগজ-কলমে পরীক্ষার পাশাপাশি কম্পিউটারের মাধ্যমেও পরীক্ষা (সিবিটি) দেওয়া যাবে। দেশের মোট ৩৮০টি শহর এবং বিদেশের ২৬টি শহরে এই পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা নেওয়া হবে মোট ১৩টি ভাষায়। এর মধ্যে রয়েছে— বাংলা, ইংরেজি, হিন্দি, অসমিয়া, গুজরাতি, কন্নড়, মালায়লম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু।
এ বছরের কুয়েট ইউজি-র মাধ্যমে দেশের ৪৪টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। এই তালিকায় রয়েছে— আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, অসম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব ভীমরাও অম্বেদকর বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy