Advertisement
১৮ ডিসেম্বর ২০২৪
Govt Training Courses in Kolkata

প্রযুক্তির সাহায্যে প্রথাগত ওষুধ ব্যবহারের প্রশিক্ষণ, কারা পাবেন আবেদনের সুযোগ?

আয়ুষ মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রীয় আয়ুর্বেদ বিদ্যাপীঠের আর্থিক আনুকূল্যে প্রশিক্ষণ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি।

Medicine Research.

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৪:১৩
Share: Save:

ভেষজ পদার্থের সাহায্যে রোগ নিরাময়ের ওষুধ তৈরি এবং তা প্রয়োগের রীতি বৈদিক যুগ থেকে প্রচলিত। বর্তমানে তাকে বায়োমেডিক্যাল টেকনিকের সাহায্যে আরও উন্নত করে তুলতে গড়ে উঠেছে বিশেষ গবেষণাগারও। সেই পদ্ধতি সম্পর্কে নবীন আয়ুষ মেডিক্যাল প্র্যাকটিশনারস, ড্রাগ ইনস্পেক্টর, রিসার্চারদের প্রশিক্ষণ দেবে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, মূলত দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে স্বল্পসংখ্যক প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণ চলবে। এই প্রশিক্ষণটি আয়ুষ মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রীয় আয়ুর্বেদ বিদ্যাপীঠের আর্থিক আনুকূল্যে আয়োজন করা হয়েছে। ভায়রোলজি, নিউরোবায়োলজি, ক্যানসার বায়োলজি, মেটাবলিক ডিসঅর্ডারস, মর্ডান ইনস্ট্রুমেন্টাল ফেসিলিটি এবং ভ্যাকসিন ডেভেলপমেন্ট— উল্লিখিত বিষয় সম্পর্কে থিয়োরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে শেখানো হবে।

ক্লাস করার জন্য ৩ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত যাদবপুরের আইআইসিবি-তে উপস্থিত থাকতে হবে। শুরু থেকে শেষ দিন পর্যন্ত প্রত্যেক ট্রেনিকে ক্লাস করতেই হবে। মোট ২০ জনকে নিয়ে প্রশিক্ষণ চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ক্লাসের পাশাপাশি, চলবে কর্মশালাও।

আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। ১০ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর জন্য আলাদা করে কোনও রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে না। ১৭ জানুয়ারি বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। কী ভাবে আবেদন গ্রহণ করা হবে, সেই সংক্রান্ত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

অন্য বিষয়গুলি:

CSIR IICB Courses for Students Ayush Ministry Skill Development Course
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy