দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট (সিএমইআরআই)-এ গবেষণামূলক কাজের জন্য বেশ কিছু পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে একাধিক বিষয় নিয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে প্রজেক্ট-জুনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট সায়েন্টিস্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৪। প্রতিষ্ঠানে নিযুক্তেরা ইন্টেলিজেন্ট অটোনোমাস সিস্টেমস অ্যান্ড রোবোটিক্স, সাস্টেনেবল অ্যান্ড ডিজিটাল ম্যানুফ্যাকচারিং, ইলেক্ট্রিক মোবিলিটি অ্যান্ড ক্লিন এনার্জি-সহ একাধিক বিষয়ে গবেষণার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
পদমর্যাদার উপর নির্ভর করে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮/ ৩২/ ৩৫/ ৪০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৫৬,০০০ টাকা। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ছ’মাস থেকে এক বছর পর্যন্ত। প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রতিষ্ঠানে আগামী ১০ এবং ১১ মার্চ নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিনগুলিতে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে বিজ্ঞপ্তি মোতাবেক নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।