২৫ বছরের ধারাবাহিকতা বজায় রেখেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরে পালন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি ‘মাতৃভাষা দিবস’ শীর্ষক অনুষ্ঠানে শামিল হয়েছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের পড়ুয়া, অধ্যাপক, শিক্ষাকর্মী থেকে শুরু করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আধিকারিকেরা।
অনুষ্ঠানের শুরুতে ১৯৫২-এর ভাষা আন্দোলনের কথা স্মরণ করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের আধিকারিকেরা। এর পর শহিদ বেদীতে মাল্যদান করে ‘মাতৃভাষা দিবস’-এর সূচনা করেন তাঁরা।

উদ্যাপনে শামিল অধ্যাপক, শিক্ষাকর্মীরাও। নিজস্ব চিত্র।
চলতি বছরের অনুষ্ঠানের বিষয়বস্তু ‘ট্যালেন্ট অ্যান্ড এবিলিটি ডেভেলপমেন্ট থ্রু মাদার টাং’। প্রতিষ্ঠানের বিভিন্ন ভাষাভাষীর পড়ুয়ারা নিজেদের মাতৃভাষায় সাহিত্য চর্চার বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছিলেন। একই সঙ্গে মাতৃভাষা চর্চা কী ভাবে ব্যক্তিগত এবং পেশাগত স্তরে দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে, তা নিয়ে বক্তব্য রাখেন বিশেষজ্ঞেরা। উল্লেখ্য, অনুষ্ঠানে জাতীয় শিক্ষা নীতি ২০২০-তে ভারতীয় ভাষা চর্চা এবং তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কিত নির্দেশিকা নিয়েও আলোচনা করা হয়।
বাংলার পাশাপাশি, মরাঠি, তেলুগু, মৈথিলী-র মতো বিভিন্ন আঞ্চলিক ভাষায় গান, শ্রুতি নাটকের মাধ্যমেও এই দিনটিকে স্মরণীয় করে তোলেন পড়ুয়ারা। গান, কবিতা, তর্ক এবং বক্তৃতা প্রতিযোগিতার পাশাপাশি, বিভিন্ন বিভাগের পড়ুয়া, অধ্যাপক, শিক্ষাকর্মী থেকে শুরু করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আধিকারিকেরা মাতৃভাষা চর্চা বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।