অ্যাস্ট্রোফিজ়িক্স অ্যান্ড হাই এনার্জি ফিজ়িক্স নিয়ে পিএইচডি করার সুযোগ। আগ্রহীরা এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের তরফে এই বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। এ ছাড়াও ফিজ়িক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ থাকছে। অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে।
যে সমস্ত বিষয়ে পিএইচডি করার সুযোগ থাকছে, সেগুলি হল— অ্যাস্ট্রোফিজ়িক্স অ্যান্ড হাই এনার্জি ফিজ়িক্স, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস, কনডেন্সড ম্যাটার অ্যান্ড মেটিরিয়াল সায়েন্সেস, ফিজ়িক্স অফ কমপ্লেক্স সিস্টেমস।
আরও পড়ুন:
উল্লিখিত বিষয় নিয়ে উচ্চশিক্ষা লাভ করতে আগ্রহীদের পদার্থবিদ্যা, অ্যাপ্লায়েড ম্যাথম্যাটিকস, রসায়ন, ইঞ্জিনিয়ারিং ফিজ়িক্স, ইলেক্ট্রনিক্স, ন্যানোটেকনোলজি, মেটিরিয়াল সায়েন্সেস, বায়োফিজ়িক্স, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োইনফরমেটিক্স, ফটোনিক্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। স্নাতকোত্তর স্তরে ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা প্রয়োজন। একই সঙ্গে প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।
টিউশন ফি হিসাবে ১৩,০০০ টাকা এবং আবেদনমূল্য হিসাবে ২৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১৮ মে পর্যন্ত। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।