ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে। এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএসআইআর-সিএমআইআরআই)-এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক মাস স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রসঙ্গত, দুর্গাপুরে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর যাবতীয় বিষয় নিয়ে গবেষণা করার পরিকাঠামো রয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত শিক্ষার্থীরা স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় পড়াশোনা করছেন, কিংবা তাঁদের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে, তাঁরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা কোনও সংস্থায় কর্মরত রয়েছেন, তাঁদের আবেদন গৃহীত হবে না।
আরও পড়ুন:
এক নজরে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য:
- এক মাস হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
- দুর্গাপুরের দফতরে থেকে প্রশিক্ষণ নিতে হবে।
- কর্মসূচির নাম ‘অ্যানালিসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার ইউজ়িং সফিসটিকেটেড ইনস্ট্রুমেন্ট’।
- জল সংক্রান্ত সমস্যা, জল সংরক্ষণ, জলের গুণগত মান পরীক্ষা, তথ্য বিশ্লেষণ, রিপোর্ট তৈরি করার মত বিভিন্ন বিষয় শেখানো হবে।
- প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য পাঁচ হাজার টাকা কোর্স ফি হিসাবে জমা দিতে হবে।
- প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়া হবে।
উক্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট দেখে নিতে পারেন।