Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Indian Navy

ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর এসএসআর/এমআর ১/২৩ পদে আবেদনের সময়সীমা বাড়ল

নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় নৌবাহিনীতে ১৫০০ টি পদে প্রার্থী নিয়োগ করা হবে। এর মধ্যে ১৪০০টি আসন অগ্নিবীর এসএসআর ১/২৩ পদের জন্য ও ১০০টি আসন অগ্নিবীর এমআর ১/২৩ পদের জন্য বরাদ্দ করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনী।

ভারতীয় নৌবাহিনী। সংগৃহীত ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৮:৪১
Share: Save:

ভারতীয় নৌবাহিনীতে 'অগ্নিবীর এসএসআর/এমআর ১/২৩' পদের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হল। চাকরিপ্রার্থীরা এখন ২৮ ডিসেম্বর পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন। আগ্রহীরা ভারতীয় নৌবাহিনীর ওয়েবসাইট-https://www.joinindiannavy.gov.in/-এ গিয়ে এই আবেদন জানাতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় নৌবাহিনীতে ১৫০০ টি পদে প্রার্থী নিয়োগ করা হবে। এর মধ্যে ১৪০০টি আসন অগ্নিবীর এসএসআর ১/২৩ পদের জন্য ও ১০০টি আসন অগ্নিবীর এমআর ১/২৩ পদের জন্য বরাদ্দ করা হয়েছে।

যাঁরা এখনও আবেদন জানাননি, তাঁদের জন্য সংক্ষেপে আবেদন প্রক্রিয়ার ব্যাপারে জানানো হল:

  • প্রথমে ভারতীয় নৌবাহিনীর নিজস্ব ওয়েবসাইট-https://www.joinindiannavy.gov.in/-এ যেতে হবে।
  • এর পর হোমপেজে 'অ্যাপ্লাই ফর অগ্নিবীর ১/২৩' লিঙ্কে ক্লিক করতে হবে।
  • লিঙ্কে ক্লিক করার পর রেজিস্টার করে সমস্ত নথি ও আবেদনমূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • আবেদনের ফর্মটি জমা দিয়ে এর পরে ভবিষ্যতের সুবিধার্থে তার একটি প্রিন্ট আউট রাখতে পারেন প্রার্থীরা।

পদগুলিতে শুধু মাত্র অবিবাহিত চাকরিপ্রার্থীদেরই নিয়োগ করা হবে। নিযুক্ত প্রার্থীদের চাকরি থেকে যে কোনও সময় চাইলেই অব্যাহতি দেওয়া হবে না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রার্থীদের এই অনুরোধ গ্রাহ্য করতে পারেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE