ইঞ্জিনিয়ারিং, কলা, বিজ্ঞান এবং টেকনোলজি শাখার বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ভর্তি হতে আগ্রহীদের আবেদন ৯ মার্চের পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত অনলাইন পোর্টাল মারফত গ্রহণ করা হবে।
কোন কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন, তার একটি তালিকা দেওয়া হল।ইঞ্জিনিয়ারিং শাখায় কৃত্রিম মেধা, এরোস্পেস, এগ্রিকালচারাল অ্যান্ড ফুড, আর্কিটেকচার অ্যান্ড রিজ়িওনাল প্ল্যানিং, ওশান, নেভাল আর্কিটেকচার, বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজিস, কেমিস্ট্রি, সিভিল, কম্পিউটার সায়েন্স, জিয়োলজি অ্যান্ড জিয়োফিজ়িক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস, ম্যাথমেটিক্স-সহ বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ মিলবে।
আরও পড়ুন:
এ ছাড়াও প্রতিষ্ঠানের অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্টস, ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং, সেন্টার ফর ডিজ়েবিলিটি স্টাডিজ়-এর মতো একাধিক সেন্টার, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র মতো একাধিক স্কুল এবং অ্যাকাডেমি অফ ক্লাসিক্যাল অ্যান্ড ফোক আর্টস-এর মতো অ্যাকাডেমি থেকে পিএইচডি করার সুযোগ রয়েছে।
যে সমস্ত পড়ুয়া স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরাই উল্লিখিত বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। চলতি বছরের ১২ মে থেকে ২০ মে পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।