রেইনবো আর্টিস্টস অ্যান্ড রাইটার্স ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল একক ও সম্মেলক প্রদর্শনী। এককের শিল্পী অ্যালবার্ট অশোক। আয়তনময় অবয়বী আঙ্গিকে বাস্তবের ভিতরে কল্প-জগৎ বের করেছেন। সম্মেলকে ছিলেন বিভিন্ন প্রদেশের ১৩-জন শিল্পী। মনোজ সামন্ত-র ভাস্কর্য বিশেষ অভিঘাত সৃষ্টি করেছে। ছবিতে স্বকীয়তার পরিচয় দিয়েছেন সকলেই। উল্লেখযোগ্য চন্দনা খান, স্বপন নন্দী, সুমন চৌধুরী, বিপ্লব রায় প্রমুখ শিল্পীর ছবি।
প্রদর্শনী
চলছে
সিমা: • সামার শো ২৩ জুলাই পর্যন্ত।
অ্যাকাডেমি:• শ্রাবণী গঙ্গেপাধ্যায় ৩০ পর্যন্ত।
• সুশান্ত সরকার, কিরণ চোপড়া, শঙ্কর তরফদার প্রমুখ ১ জুলাই পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: • বাদল পাল, অরূপ মণ্ডল প্রমুখ কাল শেষ।
তাজ বেঙ্গল: • নিরুপম ঘোষ ২৭ থেকে ৩ পর্যন্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy