প্রতীকী ছবি।
ফের ধস শেয়ার বাজারে। ‘সৌজন্যে’, ব্রিটেনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নয়া প্রজাতি। তারই অভিঘাতে সোমবার গত ৭ মাসের মধ্যে পতনের রেকর্ড গড়ল শেয়ার বাজার।
বাজার খোলার পরে সেনসেক্স এক সময় প্রায় ২০৩৭ পয়েন্ট (৪.৩৪ শতাংশ) নেমে ৪৪,৯২৩-এ চলে যায়। অন্য দিকে, শেয়ার সূচক নিফটির পতন ঘটে ৬২৯ পয়েন্ট (৩.১৪ শতাংশ)। নেমে আসে ১৩,১৩১-এ।
বাজার বন্ধের সময় সেনসেক্স কিছুটা উঠে ৪৫,৫৫৩ পয়েন্টে থিতু হয়। পতনের অঙ্কে যা ১,৪০৬ পয়েন্ট। দিনের শেষে নিফটি ৪৩২ পয়েন্ট নেমে ১৩,১৩১ পয়েন্টে দাঁড়ায়। ৪ মে-র পরে এটিই সেনসেক্স এবং নিফটি-র এক দিনে সবচেয়ে বড় পতন।
ব্যাঙ্ক ক্ষেত্র, আর্থিক পরিষেবা সংস্থা, অটোমোবাইল এবং ধাতু ব্যবসায় জড়িত সংস্থাগুলির শেয়ার সোমবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনিশ্চয়তার জেরে অনেক লগ্নিকারীই শেয়ার বিক্রি করেন।
আরও পড়ুন: করোনাভাইরাসের নয়া প্রজাতি, আতঙ্ক না ছড়াতে আর্জি স্বাস্থ্যমন্ত্রীর
ব্রিটেনে নতুন করে লকডাউনের সম্ভাবনা, ভারত-সহ বিভিন্ন দেশের সঙ্গে ব্রিটেনের উড়ান যোগাযোগ বন্ধের কারণে সপ্তাহ শুরুর দিনটিতে শেয়ার বাজারে পতনের পূর্বাভাস দিয়েছিলেন বিশেষজ্ঞদের একাংশ। বস্তুত, শুধু ভারত নয় বিশ্বজুড়েই সোমবার বাজারের পতন ঘটে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy