Advertisement
২২ নভেম্বর ২০২৪
Vodafone

এখনও অনিশ্চয়তা ভোডাফোন ঘিরে

এ দিন সন্ধ্যায় ভোডাফোনের আইনজীবী মুকুল রোহতগি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে জানান, তাঁরাও নিজস্ব মূল্যায়ন করতে চান।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৫০
Share: Save:

সুপ্রিম কোর্টে গত শুক্রবার শুনানির পরে এয়ারটেল বকেয়া লাইসেন্স ফি ও স্পেকট্রাম ব্যবহারের চার্জের একাংশ মেটানোর কথা জানালেও, চুপ ছিল অন্য সংস্থাগুলি। তবে ডটের এক কর্তা রবিবার বলেন, সোমবার এয়ারটেলের সঙ্গে ভোডাফোন আইডিয়া ও টাটা টেলিসার্ভিসেসও টাকা দেবে। এ দিন শেষ পর্যন্ত তারা সকলেই বকেয়ার একাংশ মিটিয়েছে। তবে তাতেও ভোডাফোনের উপর থেকে সংশয়ের মেঘ কাটল কি না, সে প্রশ্নের স্পষ্ট জবাব মেলেনি। কারণ, স্পেকট্রাম লাইসেন্স পেতে সংস্থাগুলির জমা দেওয়া ব্যাঙ্ক গ্যারান্টি টেলিকম দফতর (ডট) ভাঙাতে পারে বলে খবর। তাতে ভোডাফোনের সমস্যা আরও বাড়বে।

এ দিন টেলিনরের বকেয়া নিয়ে ভারতী এয়ারটেল ৯৫০০ কোটি টাকা মিটিয়েছে। আর ৫০০ কোটি দিয়েছে ভারতী হেক্সাকমের তরফে। এয়ারটেল জানিয়েছে, নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে বাকি টাকা ১৭ মার্চের পরবর্তী শুনানির মধ্যে মেটানো হবে। টাটা টেলিও দিয়েছে ২১৯৭ কোটি।

তবে সকলেরই নজর মূলত ছিল ভোডাফোন আইডিয়ার দিকে। সংস্থাটি এ দিন ২৫০০ কোটি দিয়েছে। জানিয়েছে, আরও ১০০০ কোটি সপ্তাহের শেষে মেটানো হবে। এর পরে আর কতটা দেওয়া যায়, তা-ও খতিয়ে দেখবে পর্ষদ। যদিও এ দিন ভোডাফোনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না-নেওয়ার ‘মৌখিক’ আর্জিতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। ডট সূত্রের খবর, বকেয়া না-মেটালে সংস্থাগুলির ব্যাঙ্ক গ্যারান্টি ভাঙানো নিয়ে মঙ্গলবার কথা বলতে পারে তারা। নেওয়া হতে পারে আইন মন্ত্রকের পরামর্শ।

কে কত মেটাল

• ১০,০০০ কোটি টাকা মিটিয়েছে ভারতী এয়ারটেল। ১৭ মার্চের মধ্যে বাকিটাও মেটানোর আশ্বাস

• টাটা টেলিসার্ভিসেস ২১৯৭ কোটি টাকা দিয়েছে

• ভোডাফোন আইডিয়া মিটিয়েছে ২৫০০ কোটি। শুক্রবারের মধ্যে আরও ১০০০ কোটি মেটাবে

সমস্যায় ভোডাফোন

• ভোডাফোন ‘মৌখিক’ ভাবে আর্জি জানিয়েছিল, তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা না-নেওয়া হয়। ব্যাঙ্ক গ্যারান্টিও না-ভাঙানো হয়। তবে সুপ্রিম কোর্ট তা মানেনি

• সংস্থার আইনজীবীর দাবি, শীর্ষ আদালত কোনও অন্তর্বর্তী নির্দেশ এ দিন দেয়নি

• ডট সকলেরই ব্যাঙ্ক গ্যারান্টি ভাঙাতে পারে বলে খবর

• তবে ব্যাঙ্ক গ্যারান্টি ভাঙালে তাদের ব্যবসা চালানো কার্যত অসম্ভব বলে দাবি ভোডাফোন আইডিয়ার আইনজীবীর

রাষ্ট্রায়ত্ত সংস্থার বকেয়া

• গেল ১.৮৩ লক্ষ কোটি টাকা

• অয়েল ইন্ডিয়া ৪৮,৫০০ কোটি টাকা

• পাওয়ার গ্রিড ২১,৯৫৩ কোটি টাকা

এসবিআই রিপোর্ট বলছে

• বকেয়া বাবদ ১.২০ লক্ষ কোটি টাকা কেন্দ্র পেলে কমবে রাজকোষ ঘাটতি

• সংশোধিত রাজকোষ ঘাটতি হতে পারে ৩.৫%

এ দিন সন্ধ্যায় ভোডাফোনের আইনজীবী মুকুল রোহতগি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে জানান, তাঁরাও নিজস্ব মূল্যায়ন করতে চান। তবে ডট গত শুক্রবার রাতের মধ্যে টাকা মেটানোর নির্দেশ দিলেও, সুপ্রিম কোর্ট এমন কোনও রায় দেয়নি। তাঁর মতে, বকেয়া আদায়ের বিষয়টি এমন ভাবে স্থির করা উচিত, যাতে রায়ও কার্যকর হয় কিন্তু সংস্থাগুলিও বাঁচে। তবে কেন্দ্র শেষ পর্যন্ত ব্যাঙ্ক গ্যারান্টি ভাঙালে সংস্থার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হবে।

তবে এখনও ভোডাফোনের ঘুরে দাঁড়ানোর ক্ষীণ আশা রয়েছে বলেও ধারণা সংশ্লিষ্ট মহলের একাংশের। আবার অনেকের কথায়, সরকার চায় টেলি পরিষেবায় তিনটি বেসরকারি সংস্থা থাকুক। এখন কেন্দ্র কী করে, সে দিকেই তাই নজর সকলের।

অন্য বিষয়গুলি:

Vodafone DoT
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy