ভিভোর নতুন স্মার্টফোন মডেল জেডফাইভ. ছবি-এপি
প্রকাশ পেল ভিভোর নতুন স্মার্টফোন মডেল জেডফাইভ এর ছবি। এই ফোনের অন্যতম বৈশিষ্ট্য হল এর তিনটি রিয়ার ক্যামেরা। প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং তার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের সেন্সর ক্যামেরা।
ভিভো চিনে এই ফোনের প্রথম লঞ্চ করবে ৩১ জুলাই। তার আগেই প্রকাশিত হল এর প্রথম লুক। রিয়ার ক্যামেরার পাশাপাশি এই ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এ ছাড়াও ফোনে ৬.৩৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ৪,৪২০ এমএইচ ব্যাটারি রয়েছে যা ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে।এতে থাকবে অত্যাধুনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার।
এই ফোনের আরেকটি আকর্ষণ হল এর ওয়াটার ড্রপ নোচ ডিসপ্লে। মোট তিনটি রঙে এই ফোনটি পাওয়া যাবে। চিনে এই ফোনটি ৩১ জুলাই থেকে পাওয়া যাবে তবে ভারতে কবে এই ফোনটি আসবে তা এখনও জানায়নি ভিভো কোম্পানি।
আরও পড়ুন: আরওজি ফোন ২ নিয়ে গেমিং ফোনের বাজার দখল করতে আসছে আসুস
৬ এবং ৮ জিবি র্যামে এই ফোনটি পাওয়া যাবে। এর স্টোরেজ ক্ষমতা ৬৪ জিবি ও ১২৮ জিবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy