Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Nirmala Sitharaman

নেটে ছড়াল নির্মলার ‘তিরস্কার’

নেট দুনিয়ায় ছড়ানো একটি অডিয়ো ক্লিপে এই ভাষাতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমারকে ধমক দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

নির্মলা সীতারামন। ফাইল চিত্র।

নির্মলা সীতারামন। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মার্চ ২০২০ ০২:৩১
Share: Save:

‘ইয়ে নেহি চলেগা, নেহি চলেগা’। ‘আপনি, আপনাকেই দায়ী করছি এই ব্যর্থতার জন্য’। ‘স্টেট ব্যাঙ্ক বৃহত্তম ব্যাঙ্ক বলে কোনও লাভ নেই’। ‘ইউ আর এ হার্টলেস ব্যাঙ্ক’।

নেট দুনিয়ায় ছড়ানো একটি অডিয়ো ক্লিপে এই ভাষাতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমারকে ধমক দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। অডিয়োর সত্যতা নিয়ে অর্থ মন্ত্রক মুখ খোলেনি। আবার এই ক্লিপ জাল বলেও দাবি করেনি।

সরকারি সূত্রের খবর, গত মাসে অর্থমন্ত্রী অসম ও উত্তর-পূর্বের রাজ্যগুলির সমস্যা নিয়ে বৈঠক করেন। সেখানে অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্যান্য ব্যাঙ্কের কর্তা ও অর্থ মন্ত্রকের ব্যাঙ্ক বিভাগের কর্তারা হাজির ছিলেন। কেওয়াইসি সমস্যায় অসমের ২.৫ লক্ষ চা-বাগান কর্মীর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় অসন্তুষ্ট অর্থমন্ত্রী স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে তোপ দাগেন বৈঠকে। কারণ, এর ফলে চা-বাগানের কর্মীদের অ্যাকাউন্টে সরকারি ভাতা যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। অডিয়ো ক্লিপে রজনীশ কুমারকে বারবার দুঃখ প্রকাশ করতেও শোনা গিয়েছে। উল্টো দিকে অর্থমন্ত্রীকে তিরস্কার করতে শোনা যায় এই বলে যে, ‘আপনার অপদার্থতার জন্যই এমনটা হয়েছে’। সন্দেহ করা হচ্ছে, বৈঠকে হাজির কেউ অর্থমন্ত্রীর ধমক রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেন।

ব্যাঙ্ক অফিসারদের সর্বভারতীয় কনফেডারেশন (আইবক) শনিবার বিবৃতি দিয়ে অর্থমন্ত্রীর ‘আপমানজনক তিরস্কার’-এর নিন্দা করে। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেয়। যুক্তি, ওই ঘটনার সত্যাসত্য নিয়ে সংশয় রয়েছে বলেই বিবৃতি প্রত্যাহার করা হল।

অন্য বিষয়গুলি:

Nirmala Sitharaman SBI Chairman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE