Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Business news

বাজেট পেশ হতেই মুখ থুবড়ে পড়ল বাজার, প্রায় হাজার পয়েন্ট নামল সেনসেক্স

বাজেট যে একেবারেই লগ্নিকারীদের খুশি করতে পারেনি, তা সূচকের দিকে তাকালেই বোঝা যাচ্ছে।

লগ্নিকারীদের খুশি করতে পার না এই বাজেট। প্রতীকী ছবি।

লগ্নিকারীদের খুশি করতে পার না এই বাজেট। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০০
Share: Save:

প্রত্যাশা পূরণ হল না, বাজেট পেশ করার পরই মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার।

দ্বিতীয় মোদী সরকারের এই বাজেট ঘিরে প্রত্যাশা ছিল লগ্নিকারীদের। কিন্তু বাজেট যে একেবারেই লগ্নিকারীদের খুশি করতে পারেনি, তা সূচকের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। বাজেট পেশ শেষ হওয়ার আগেই ৯৮৮ পয়েন্ট পড়ল সেনসেক্স। আর নিফটি ৩০০ পয়েন্ট নেমে দাঁড়াল ১১৬৬২ পয়েন্টে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই বাজেট নিযে লগ্নিকারীদের প্রত্যাশা কিন্তু অনেকটা ছিল। বাজেট পেশের আগেই একদফা সূচক নিম্নগামী হলেও প্রথমদিকে বাজেট ভাষণ শুরু করার পর পরই উঠতে শুরু করেছিল সূচক। সেনসেক্স দেড়শো পয়েন্টেরও বেশি উঠেছিল। কিন্তু খুব বেশি স্থায়ী হল না সেটা। ঘণ্টাখানেক পর থেকেই সূচকের পতন শুরু হয়।

আরও পড়ুন: দীর্ঘতম ভাষণ, অসুস্থ বোধ করায় শেষ না করেই থামলেন নির্মলা

এমনিতেও শেয়ার বাজার শনিবার বন্ধ থাকে। কিন্তু বাজেট উপলক্ষে এ দিন শেয়ার বাজার খোলা ছিল। সকাল ১১টা থেকে সংসদে দীর্ঘ বাজেট পেশ করতে শুরু করেন অর্থমন্ত্রী। তার কিছুক্ষণ পর থেকেই শেয়ার বাজার হুড়মুড়িয়ে নামতে শুরু করে।

কোল ইন্ডিয়া, টেক মাহিন্দ্রা, এনটিপিসি, টাটা স্টিল এবং এসবিআইয়ের শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে। যেমন টাটা স্টিলের শেয়ার কমেছে ১.২%, এনটিপিসির শেয়ার কমেছে ১.৬%, টেক মাহিন্দ্রার শেয়ার কমেছে ১.৮%। তবে এই সমস্ত শেয়ারগুলির প্রতি ইউনিট মূল্য কত হয়েছে, তা এখনও জানা যায়নি।

অন্য বিষয়গুলি:

Budget 2020 Union Budget 2020 Nirmala Sitharaman নির্মলা সীতারমন Share Market Sensex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy