Advertisement
২০ জানুয়ারি ২০২৫
iPhone 15 Discount

সস্তায় বিক্রি হচ্ছে আইফোন ১৫, মিলছে ১৫ শতাংশ ছাড়ে! কিন্তু কোথায়? কোন শর্তে?

আইফোন ১৫র দামে বড়সড় ছাড়ের কথা ঘোষণা করেছে একটি ই-কমার্স সংস্থা। তবে সেখানে রয়েছে একাধিক শর্ত।

iPhone 15 price dropped by 15 percent in e commerce company
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৭:০৪
Share: Save:

কম দামে আইফোন কেনার মেগা সুযোগ। অ্যাপলের স্মার্টফোনে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে একটি ই-কমার্স সংস্থা। এ ছাড়া একটি বেসরকারি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ১০ শতাংশ কম দামে আইফোন পাবেন সংশ্লিষ্ট ক্রেতা। নির্দিষ্ট মডেলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য বলে জানা গিয়েছে।

সম্প্রতি আইফোন-১৬ ভারতের বাজারে নিয়ে আসে অ্যাপল। ১২৮ জিবির ওই স্মার্টফোন কিনতে লাগছে ৭৯ হাজার ৯৯০ টাকা। এদেশের বাজারে আইফোন-১৬ আসার পর উল্লেখ্যযোগ্য হারে কমে গিয়েছে আইফোন-১৫র দাম। এই পরিস্থিতি ২০২৩ সালের মডেলগুলিতে আকর্ষণীয় ছাড়ের কথা ঘোষণা করেছে ই-কমার্স সংস্থা ‘ফ্লিপকার্ট’।

বর্তমানে খুচরো বাজারে ১২৮ জিবির আইফোন-১৫ কিনতে লাগছে ৬৯ হাজার ৯৯০ টাকা। অন্য দিকে ‘ফ্লিপকার্ট’-এ অ্যাপলের এই মডেলটি বিক্রি হচ্ছে ৫৮ হাজার ৯৯০ টাকায়। অর্থাৎ সেখানে ১৫ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে আইফোন-১৫। পাশাপাশি, এতে ক্রেডিট কার্ড এবং এক্সচেঞ্জেরও অফারও দিয়েছে সংশ্লিষ্ট ই-কমার্স সংস্থা। ফলে অনেকটাই কম দামে আইফোন-১৫ কিনতে পারছেন অ্যাপলপ্রেমীরা।

‘ফ্লিপকার্ট’-এর তালিকার উপর ভিত্তি করে আইফোন-১৫তে ১,৫০০ টাকা ছাড় দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড। তবে এ ক্ষেত্রে ইএমআইতে কিনতে হবে ওই স্মার্টফোন। এতে আইফোন-১৫র দামে আরও ১০ শতাংশ ছাড় পাবেন সংশ্লিষ্ট ক্রেতা। ইএমআই ছাড়া এইচডিএফসির ক্রেডিট কার্ডে ‘ফ্লিপকার্ট’ থেকে আইফোন-১৫ কিনলে ছাড় কমে দাঁড়াবে হাজার টাকা।

এ ছাড়া এক্সচেঞ্জের ক্ষেত্রে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আইফোন-১৫ গ্রাহক। তবে কোন মডেলের ফোন তিনি এক্সচেঞ্জ করছেন এবং সেটি কী অবস্থায় রয়েছে, তার উপর ওই ছাড় নির্ভর করবে।

অন্য বিষয়গুলি:

iPhone 15 Price iPhone 15 Price in Kolkata iPhone 15 Discount in Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy