Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Jute Mill

রাজ্যের হস্তক্ষেপ দাবি চটশিল্পের

২৩ নভেম্বর থেকে পাট কেনাবেচা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে পাট ব্যবসায়ীদের সংগঠন জুট বেলার্স অ্যাসোসিসেশন (জেবিএ)।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ০৩:২৮
Share: Save:

কাঁচা পাটের আগুন দাম। আর তা নিয়েই চড়ছে বিতর্ক। এক দিকে চটকল মালিকদের অভিযোগ, বেআইনি মজুতের জেরে পাটের দাম বাড়ছে। ব্যাহত হচ্ছে চটের বস্তা তৈরি। চোট খাচ্ছে ব্যবসা। অন্য দিকে পাট ব্যবসায়ীদের দাবি, চলতি মরসুমে পাটের উৎপাদনই কম হয়েছে। তার উপরে গত ক’বছরের তুলনায় এ বার ভাল দাম পাওয়া যাচ্ছে বলে চাষিরা সব পাট বিক্রিও করছেন না। ফলে সব মিলিয়ে রাজ্যের চটশিল্পে জটিল হচ্ছে পরিস্থিতি। সূত্রের খবর, সমস্যার সমাধানে ফের রাজ্যের হস্তক্ষেপের দাবি জানানোর পাশাপাশি মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ডাকার আর্জি জানিয়ে শিল্পমন্ত্রী অমিত মিত্রকে চিঠি দিয়েছে চটকল মালিকদের সংগঠন আইজেএমএ।

পাটের দাম কুইন্টালে ৬০০০ টাকা ছাড়ানোয় জোগান বাড়াতে কাঁচা পাট মজুতের পরিমাণ ১৫০০ কুইন্টাল থেকে কমিয়ে ৫০০ করার নির্দেশ জারি করেছে জুট কমিশনারের অফিস। যা নিয়ে আপত্তি তুলে ২৩ নভেম্বর থেকে পাট কেনাবেচা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে পাট ব্যবসায়ীদের সংগঠন জুট বেলার্স অ্যাসোসিসেশন (জেবিএ)।

সংগঠনের একাংশের দাবি, এত কম পাট কিনে ব্যবসা চালানো কঠিন। এতে চাষিরাও ভাল দাম পাবেন না। চটকল মালিকদের একাংশের দাবি, জেলা স্তরে ১৮-২০ লক্ষ বেল (এক বেল=১৮০ কেজি) পাট গুদামে মজুত।

অথচ চটকলগুলিকে চাহিদা মতো বেচা হচ্ছে না। ব্যবসায়ীদের পাল্টা যুক্তি, পাটের অভাবে রাজ্যে উৎপাদন তো বন্ধ হয়নি! তবে কেন্দ্রের বস্তার বরাত মেটানো নিয়ে সন্দেহ থাকছেই।

অন্য বিষয়গুলি:

Jute Mill State Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy