Advertisement
E-Paper

ভারতের মাটিতেই তৈরি হবে টেসলা! টাটার হাত ধরে জমি শক্ত করছেন মার্কিন ধনকুবের মাস্ক

মার্কিন ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিন গাড়ি সংস্থা টেসলায় বিভিন্ন প্রযুক্তিগত পণ্য সরবরাহ করছে টাটা গোষ্ঠীর একাধিক কোম্পানি। এই গাঁটছড়ায় টাটাদের হাত ধরেই আগামী দিনে ভারতে এই গাড়ি নির্মাণ করবেন মাস্ক?

Tesla

প্রতীকী ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১২:০৮
Share
Save

ভারতের বাজারে টেসলা-টাটার গাঁটছড়া! মার্কিন ধনকুবের ইলন মাস্কের ব্যাটারিচালিত গাড়ি সংস্থার মূল সরবরাহকারী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে দেশের অন্যতম প্রাচীন এই শিল্পসংস্থা। ফলে শেয়ার বাজার থেকে কর্মসংস্থান— বহুমুখী লাভের আশা করছে এখানকার বাণিজ্যমহল।

আগামী কয়েক মাসের মধ্যে মাস্কের বৈদ্যুতিন গাড়ি (ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি) টেসলার ভারতের বাজারে আসার কথা রয়েছে। তার আগেই সংশ্লিষ্ট সংস্থাটিকে বিভিন্ন প্রযুক্তিগত পণ্য সরবরাহ করা শুরু করেছে টাটা গোষ্ঠী। আর তাই টাটা অটোকম্প, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), টাটা টেকনোলজ়িস এবং টাটা ইলেকট্রিকের সঙ্গে টেসলার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে বলে খবর পাওয়া গিয়েছে।

বর্তমানে বিশ্বের গাড়িবাজারের প্রায় অর্ধেক রয়েছে মাস্কের সংস্থার দখলে। ভারতে ব্যবসা সম্প্রসারণে প্রবল আগ্রহী টেসলা। এই পরিস্থিতিতে টাটা গোষ্ঠীর সঙ্গে তাঁদের সম্পর্ক মজবুত হওয়ায় এ দেশে ইভির বাজার উপকৃত হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক টাটা গোষ্ঠীর এক পদস্থ কর্তার কথায়, ‘‘টেসলার সিনিয়র গ্লোবাল প্রকিউরমেন্ট টিম আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। কাস্টিং, ফোরজিংস, ইলেকট্রনিক্স এবং ফ্যাব্রিকেশন আইটেমের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সেরেছে তারা। এগুলি আমরা সরবরাহ করতে পারব। এতে ভবিষ্যতে উন্নত ইভি উৎপাদন ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে।’’

গত বছর টাটা গোষ্ঠীর একগুচ্ছ সংস্থার সঙ্গে ২০০ কোটি ডলারের চুক্তি করে টেসলা। তার পর থেকেই মাস্কের সংস্থায় প্রযুক্তিগত পণ্য সরবরাহ করে চলেছে ভারতের অন্যতম প্রাচীন এই শিল্পসংস্থা। আগামী দিনে ভারতের মাটিতেই বৈদ্যুতিন গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার। টাটাদের সঙ্গে গাঁটছড়া মজবুত করার মাধ্যমে সেই লক্ষ্যের দিকেই মাস্কের সংস্থা ধীরে ধীরে এগোচ্ছে বলে দাবি বিশ্লেষকদের।

Tata Group Tesla Elon Musk Tata Consultancy Services

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}