স্টেট ব্যাঙ্ক। —ফাইল চিত্র।
অনুৎপাদক সম্পদ (এনপিএ) কমানো এবং সুদ থেকে আয় বৃদ্ধি— এই দুই কৌশল কাজে লাগিয়ে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সামগ্রিক নিট মুনাফা ৯.১৩% বাড়াল স্টেট ব্যাঙ্ক। দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্কটি শনিবার জানিয়েছে, আলোচ্য সময়ে তাদের মুনাফা ১৪,৭৫২ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৬,০৯৯.৫৮ কোটি টাকা। তবে এপ্রিল-জুন ত্রৈমাসিকে তারা ১৮,৩৫৬ কোটি লাভ করেছিল। কর্মীদের বেতন ও পেনশন সংশোধন খাতে প্রায় ৫৯০০ কোটি টাকা সরিয়ে রাখার জন্য মুনাফা প্রত্যাশিত জায়গায় পৌঁছয়নি। যদিও তাতে উদ্বেগের কিছু নেই বলে দাবি করেছেন চেয়ারম্যান দীনেশ খারা। শুধু সুদ থেকে আয় ১২.২৭% বাড়িয়েছে ব্যাঙ্কটি। মোট এনপিএ ৯৭ বেসিস পয়েন্ট কমে হয়েছে ২.৫৫%। নিট এনপিএ ১৬ বেসিস পয়েন্ট কমে ০.৬৪%। সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে, গত কয়েক মাসে ঋণ এবং মেয়াদি আমানতের সুদ বাড়লেও সেভিংস অ্যাকাউন্টের সুদ বাড়িয়ে গ্রাহকদের কোনও সুরাহা দেয়নি ব্যাঙ্কগুলি। সেটাও সুদ বাবদ আয় বৃদ্ধির অন্যতম কারণ।
এ দিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অব বরোদা জানিয়েছে, তাদের নিট মুনাফা ২৮% বেড়ে ৪২৫৩ কোটি টাকায় পৌঁছেছে। নিট এনপিএ ১.১৬% থেকে কমে হয়েছে ০.৭৬%। এনপিএ-র জন্য সংস্থান কমায় বেড়েছে মুনাফা। ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মুনাফা ৫২% বেড়ে হয়েছে ১৪৫৮ কোটি টাকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy