মেয়াদপূর্তির আগেই সোভেরেইন গোল্ড বন্ড (এসজিবি) বিক্রি করে তোলা যাবে টাকা। এই মর্মে এ বার নতুন বিজ্ঞপ্তি জারি করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে লগ্নিকারীরা এই সুযোগ পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে এ ক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত।
গত ২১ ফেব্রুয়ারি আরবিআইয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণবন্ড কেনার পাঁচ বছর পর মেয়াদপূর্তি না হলেও তা বিক্রি করতে পারবেন লগ্নিকারী। কিন্তু বন্ডটি পাঁচ বছরের সময়সীমা না পেরোলে এটি করা যাবে না। যে তারিখে বন্ডটি ইস্যু করা হয়েছে, সেই তারিখ থেকে পাঁচ বছর সময়কাল হিসাব করা হবে।
উদাহরণ হিসাবে, এসজিবির ২০১৭-’১৮ আর্থিক বছরের তৃতীয় সিরিজ়টির কথা বলা যেতে পারে। ২০১৭ সালের ১৬ অক্টোবর এটি ইস্যু করে আরবিআই। সে ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে এ বছরের ১৬ এপ্রিল বন্ডটিকে বিক্রি করে টাকা তোলার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
এ ভাবে স্বর্ণবন্ড বিক্রি করে টাকা তুলতে হলে বিনিয়োগকারীকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। ২০১৭-’১৮ আর্থিক বছরের এসজিবির তৃতীয় সিরিজ়ের ক্ষেত্রে আবেদনের সময়সীমা এ বছরের ১৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ধার্য করা হয়েছে। এই সিরিজের এসজিবির চার থেকে ১৪ এবং ২০১৮-’১৯ সিরিজের এক থেকে ছয়, ২০১৯-’২০ সিরিজের এক থেকে ১০, ২০২০-’২১ সিরিজের এক থেকে ছয় সিরিজ়ের বন্ড বিক্রির আবেদনের আলাদা আলাদা তারিখ ঘোষণা করেছে আরবিআই।
সোভেরেইন গোল্ডবন্ডকে প্রকৃতপক্ষে কাগুজে সোনা বলা যেতে পারে। এর মাধ্যমে আমজনতাকে হলুদ ধাতুতে বিনিয়োগের সুযোগ দিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। স্বর্ণবন্ডের উপর সুদ পাওয়ার সুবিধা থাকায় এর প্রতি লগ্নিকারীদের আকর্ষণ বৃদ্ধি পেয়েছিল। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক, শেয়ার বাজার এবং পোস্ট অফিসের মাধ্যমে এই বন্ডগুলিকে বিক্রি করা হয়েছিল। গত দু’বছর ধরে নতুন করে এই বন্ডগুলি আর ইস্যু করেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক।