Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Sony

এক ফোনে আটটি ক্যামেরা! চমকে দিতে নয়া মোবাইল আনছে ‘সোনি’

মাল্টি ক্যামেরা যুক্ত মোবাইল ফোন এখন হালফিলের ফ্যাশন।

 ‘সোনি’আনছে মাল্টি ক্যামেরা যুক্ত স্মার্টফোন। গ্রাফিক: শৌভিক দেবনাথ

‘সোনি’আনছে মাল্টি ক্যামেরা যুক্ত স্মার্টফোন। গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুন ২০১৯ ১৬:১৭
Share: Save:

ছবি তুলতে কে না ভালবাসে! কখনও সেলফি, কখনও বা নিজের প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখা— ছবি তুলতে চান প্রায় সবাই। তার জন্য সবার আগে দরকার ভাল ক্যামেরা যুক্ত একটি স্মার্টফোন। মোবাইলের দুনিয়ায় বিপ্লব ঘটিয়ে জাপানি বহুজাতিক সংস্থা ‘সোনি’ এ বার বাজারে নিয়ে আসতে চলেছে মাল্টিক্যামেরা যুক্ত স্মার্টফোন, যাতে থাকবে আটটি ক্যামেরা।

সোনির তরফে জানানো হয়েছে, নতুন ধরনের এই ফোনে থাকছে ছয় রকমের ক্যামেরা সেন্সর। থাকছে ৪৮ মেগাপিক্সল যুক্ত প্রাইমারি লেন্স সেন্সর এবং যথাক্রমে ২০, ১৬, ১২ এবং ৮ মেগাপিক্সেল যুক্ত সেকেন্ডারি লেন্স সেন্সর।

ছয় নম্বর লেন্সটিতে থাকছে ০.৫ মেগাপিক্সল যুক্ত অত্যাধুনিক টিওএফ সেন্সর যার সাহায্যে কোনও বস্তুকে সহজেই স্ক্যান করা যাবে। প্রতিটি সেন্সরের অ্যাপারচার ২.৪। থাকছে ডুয়েল ভ্যারিয়েবল অ্যাপারচার এর মতো উন্নত মানের প্রযুক্তি। তবে প্রসেসর এবং ব্যাটারির কর্মক্ষমতা সম্পর্কে সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। ফোনটির দাম কত হতে পারে সে বিষয়েও এখনও কিছু বলেনি তারা।

মাল্টি ক্যামেরা যুক্ত মোবাইল ফোন এখন হালফিলের ফ্যাশন। বিভিন্ন চিনা সংস্থা ইতিমধ্যেই বাজারে নিয়ে এসেছে দু’টি বা তিনটি ক্যামেরা যুক্ত ফোন। কিন্তু আট খানা ক্যামেরাযুক্ত স্মার্টফোন এই প্রথম।

আরও পড়ুন:বাজারে এল মহিন্দ্রার 'থার ৭০০', মিলবে মাত্র ৭০০টি গাড়িই

অন্য বিষয়গুলি:

Sony tech new launch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy