Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Solaris City

হোমও পাবেন, লোনও পাবেন, সোলারিস হোম লোন মেলায় হবে নিজের বাড়ির স্বপ্ন পূরণ

একটি সুন্দর সাজানো বাড়ির স্বপ্ন আপনার? কিন্তু গৃহ ঋণ মেলা ভার? এবার সেই স্বপ্ন হবে পূরণ।

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ১৩:০৪
Share: Save:

একটি সুন্দর সাজানো বাড়ির স্বপ্ন আপনার? কিন্তু গৃহ ঋণ মেলা ভার? এবার সেই স্বপ্ন হবে পূরণ।

কৌশিক তরফদার। ছোটো খাটো ব্যবসা করেন। ভাল রোজগার সত্ত্বেও এতদিন আই-টি রিটার্ন জমা করেননি তাই তাঁরও হোম লোন পেতে সমস্যা হচ্ছিল।

কৌশিকের বন্ধু সোমনাথ। সোমনাথের চাকরি বেশ কিছুদিন হয়েছে। তবে তাঁর কোনও স্যালারি স্লিপ নেই। প্রতি মাসে তিনি ভাউচারে সই করে মাইনে পান। ইনকাম ট্যাক্স দিতে হয় না বলে তাঁর কোম্পানি তাঁকে ফর্ম সিক্সটিনও দেয় না। তবে মাইনে যা তাতে তাঁর বেশ চলে যায়। তাঁর কোম্পানিতে কাজের পরিবেশ ভাল এবং সোমনাথ একজন ভাল পারফর্মার। তাই কোনও দিন চাকরি বদলাবার কথাও ভাবেননি। সবে দু’বছর বিয়ে হয়েছে তাঁর। চারতলা বাড়ির একটা ফ্ল্যাটে তাঁরা ভাড়া থাকেন। সোমনাথের চিরকালের স্বপ্ন একটা বড় কমপ্লেক্সে ফ্ল্যাট কেনার। তবে, আকাশ ছোঁয়া দামের জন্য তিনি কোনদিন সাহস করে উঠতে পারেননি। এ’বছর মাইনে বাড়ার পর তিনি ঠিক করলেন হোম লোন নিয়ে বাড়ি কিনবেন। তবে, ইনকাম প্রুফ না থাকায় তাঁকে কেউ হোম লোন দিচ্ছে না। তাঁদের আর এক বন্ধু রমেশ, তাঁর অবস্থাও একই রকম।

তাঁরা তিনজনেই বেশ মনমরা হয়ে থাকতেন। কারণটা জানতে পেরে তাদের বন্ধু পার্থ এক দিন তাদের সোলারিস সিটি শ্রীরামপুর ও সোলারিস জোকার খোঁজ দিলেন। বললেন, ওখানে ফ্লেক্সিবল হোম লোন মেলা বসছে এই শুক্রবার ১৩ ডিসেম্বর বেলা ২টো থেকে। চলবে ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। কোনও না কোনও সমাধান ওখানে নিশ্চয়ই পাওয়া যাবে। কারণ তাঁর নিজেরও একই রকম সমস্যা ছিল যা কাটিয়ে এখন সে সোলারিস সিটি শ্রীরামপুরে ফ্ল্যাট বুক করেছে।

ইডেন রিয়েলটির তৈরি এই 1BHK, 2BHK3BHK ফ্ল্যাটের জিএসটি সহ দাম ৯.৯৫ লাখ থেকে শুরু। অফারটা যেন তাঁদের জন্যই তৈরি, কারণ যোগাযোগ ব্যবস্থা এতটাই ভাল যে, কাজের জায়গায় পৌঁছতে দু’জনেরই কোনও অসুবিধা হবে না। তাঁরা স্থির করলন প্রজেক্টের ব্যাপারে বিশদ জানতে কল করা দরকার। যেমন ভাবা, তেমন কাজ। ফোন করে যাবতীয় সুযোগ সুবিধা সম্বন্ধে জেনে তাঁরা তো মহা খুশি। স্থির করলেন এই রবিবার একেবারে চেক বই নিয়েই তাঁরা যাবেন এবং হোম লোন পেয়ে গেলে সেদিনই ফ্ল্যাট বুক করবেন। এ ছাড়া কপাল ভাল থাকলে, সীমিত সময়ের প্রমোশনাল অফারে পুরো ফ্ল্যাটই তারা লটারির মাধ্যমে জিতে নিতে পারবেন মাত্র ১ টাকায়।

কৈশিক, সোমনাথ ও পার্থর মত অনেকেই তাঁদের স্বপ্নের বাড়ি খুঁজে পেয়েছেন, যেখানে তাঁরা বাকি জীবন দারুণ স্বাচ্ছন্দে অতিবাহিত করতে পারবেন। তবে, মাত্র ১ টাকায় ফ্ল্যাট জেতার এই সীমিত সুযোগ ১৬ ডিসেম্বর পর্যন্ত থাকবে। আর সোলারিস শ্রীরামপুর ও জোকার ফ্ল্যাটগুলির দামও বাড়বে ১৬ ডিসেম্বর থেকে। আপনি এখনও ভাবছেন?

আরও জানতে ফোন করুন 033-66264225 নম্বরে অথবা এই লিংক ক্লিক করুন।

এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন। স্পনসরের সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত।

অন্য বিষয়গুলি:

Real Estate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy