— প্রতিনিধিত্বমূলক ছবি।
ইজ়রায়েল-হামাস যুদ্ধের জের পশ্চিম এশিয়ায় ছড়ালে বিশ্ব বাণিজ্য ধাক্কা খেতে পারে বলে চিন্তা ছিল। সেই অবস্থা আরও ঘোরালো করেছে লোহিত সাগরে রাজনৈতিক টানাপড়েন। বাণিজ্য উপদেষ্টা জিটিআরআই-এর মতে, ইয়ামেন ভিত্তিক হুথি জঙ্গি গোষ্ঠীর আক্রমণের জেরে বাব-এল-মান্ডেব প্রণালী এড়িয়ে উত্তমাশা অন্তরীপ দিয়ে পণ্য পরিবহণ করতে হলে খরচ ৬০% পর্যন্ত ও তার বিমার প্রিমিয়াম ২০% পর্যন্ত বাড়তে পারে। পণ্য যাতায়াতে লাগতে পারে ২০ দিন পর্যন্ত বেশি সময়। সমস্যা মেটাতে আর্থিক সাহায্য-সহ একাধিক দাবি জানিয়েছে তারা।
বাব-এল-মান্ডেব প্রণালী দিয়ে লোহিত ও ভূমধ্যসাগরের সঙ্গে ভারত মহাসাগরের মধ্যে পণ্য পরিবহণ হয়। উত্তর আফ্রিকা ও ইউরোপের দেশগুলির সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ। মূলত তরল প্রাকৃতিক গ্যাস, অশোধিত তেল বহন হয় এই পথে। রফতানি হয় ৬০% পণ্য ও আমদানি হয় ৫০%। অর্থের দিক দিয়ে ১১,৩০০ কোটি ডলারের পণ্য বহন হয়।
জিটিআরআই বলছে, যে কারণে এই পথে সমস্যা হলে বাণিজ্যে ধাক্কা লাগতে পারে। যা এড়াতে বিকল্প পথে পণ্য আনার কথা ভাবা দরকার। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবের মতে, খরচ বৃদ্ধি যুঝতে রফতানিকারীদের আর্থিক সাহায্য দেওয়া জরুরি। সঙ্গে কূটনৈতিক, আর্থিক ও মানবিক দিক দিয়েও সমস্যা মোকাবিলা করতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy