শেয়ার বাজারে উত্থান অ্যাক্সিস ব্যাঙ্কের। প্রতিনিধিত্বমূলক ছবি।
সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। বুধের শেয়ার বাজারে এই প্রাচীন প্রবাদ আবার বাস্তবায়িত হল। এ দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৫০৪.৭১ পয়েন্ট, সর্বনিম্ন ৬৫,১৪৭.২৩ পয়েন্ট। দিনের শেষে মঙ্গলবারের তুলনায় ২১৩.২৭ পয়েন্ট উঠে সেনসেক্স থামল ৬৫,৪৩৩.৩০ পয়েন্টে, ৪৭.৫৫ পয়েন্ট উঠে নিফটি শেষ করল ১৯,৪৪৪.০০ পয়েন্টে।
সেক্টরগুলির তালিকায় বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) সবচেয়ে বেশি লাভের লাভের তালিকায় রয়েছে ব্যাঙ্কেক্স, ক্যাপিটাল গুডস, ইন্ডাস্ট্রিয়ালে। শীর্ষে থাকা ব্যাঙ্কেক্সের লাভের পরিমাণ ১.২০ শতাংশ। এনএসইতে এই তালিকায় রয়েছে সরকারি ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, ব্যাঙ্ক। বিএসইতে মঙ্গলবার ক্ষতির মুখোমুখি হয়েছে পাওয়ার, ইউটিলিটি, এফএমসিজি। এনএসইতে সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে এফএমসিজি, সম্পদের পরিমাণ কমেছে ০.৪৯ শতাংশ।
সংস্থাগুলির মধ্যে সেনসেক্সে সর্বাধিক লাভের তালিকায় রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক। শীর্ষে থাকা অ্যাক্সিস ব্যাঙ্কের বাজারদর বেড়েছে ২.২৩ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ়, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক। সেনসেক্স বুধবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জিও ফিন্যান্সিয়াল সার্ভিসেস, তাদের বাজারদর কমেছে যথাক্রমে ৫ শতাংশ। সেনসেক্সে ক্ষতির তালিকায় এর পরে রয়েছে সান ফার্মা, ভারতী এয়ারটেল। নিফটিতে থামল আদানিদের দৌড়, বুধবার ৬ শতাংশ ক্ষতির মুখে পড়েছে আদানি এন্টারপ্রাইজ়। নিফটিতে ক্ষতির তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে জিও ফিন্যান্সিয়াল সার্ভিসেস এবং আদানি পোর্টস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy