শেয়ার বাজারে পতন। প্রতিনিধিত্বমূলক ছবি।
সপ্তাহের চতুর্থ দিন শেয়ার বাজার সারা দিনই ‘ফ্ল্যাট’ রইল। বৃহস্পতিবার সেনসেক্সে দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৫৭৭.৬০ পয়েন্ট, সর্বনিম্ন ৬৬,৩৩৯.৪২ পয়েন্ট। দিনের শেষে বুধবারের তুলনায় ৬৪.৬৬ পয়েন্ট নেমে ৬৬,৪০৮.৩৯ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ১৭.৩৫ পয়েন্ট কমে ১৯,৭৯৪ পয়েন্টে থামল নিফটি।
সেক্টরগুলির তালিকায় লক্ষ্মীবারে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি এবং মেটাল। এনএসইতে এই তালিকায় রয়েছে মিডিয়া, মাইক্রোক্যাপ ২৫০, অটো। এনএসইতে এ দিন সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে আইটি, ইন্ডিয়া ডিজিটাল, নিফটি ১০০ ইএসজি। বিএসইতে লক্ষ্মীবারে এই তালিকায় রয়েছে আইটি, টেক, রিয়্যালিটি।
সংস্থাগুলির তালিকায় বৃহস্পতিবার সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে মারুতি সুজ়ুকি, এনটিপিসি, পাওয়ার গ্রিড, জেএসডব্লিউ স্টিল, এইচডিএফসি ব্যাঙ্ক। নিফটিতে এই তালিকায় রয়েছে ভারত পেট্রলিয়াম, কোল ইন্ডিয়া, মারুতি সুজ়ুকি। সেনসেক্সে লাভের শীর্ষে থাকা মারুতি সুজ়ুকির বাজারদর বেড়েছে ১.৬০ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে টেক মহিন্দ্রা, ইনফোসিস, টিসিএস, এইচসিএল, বজাজ ফিন্যান্স।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy