Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Business News

এক দিনে পতনের সর্বকালীন রেকর্ড! করোনার গ্রাসে রক্তস্নান শেয়ার বাজারে

আমেরিকার এনওয়াইএসই ও ন্যাসডাক, জাপানের নিকেই-সহ অধিকাংশ শেয়ার সূচক নিম্নমুখী।

গ্রাফিক: তিয়াসা দাস

গ্রাফিক: তিয়াসা দাস

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ১১:৫৬
Share: Save:

করোনাভাইরাসের রাহুগ্রাসে এক দিনে পতনের সর্বকালীর রেকর্ড শেয়ার বাজারে। সেনসেক্স এবং নিফটি কোনও সূচকেই এত বড় পতনের নজির নেই শেয়ার বাজারের ইতিহাসে। বৃহস্পতিবার সেনসেক্সে সর্বনিম্ন পতন হয়েছিল ৩২০০ পয়েন্টেরও বেশি। নিফটিও ৩৩ মাসের রেকর্ড ভেঙে ৯৫০০ অঙ্ক ছুঁয়েছে। তবে দিনের শেষে দুই সূচকই সামান্য উঠেছে। করোনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘অতিমারী’ (মহামারীর চেয়েও ভয়ঙ্কর) ঘোষণা, বিশ্ব বাজারে তেলের দামে আরও পতন এবং আন্তর্জাতিক সব শেয়ার বাজারের নিম্নগতি— এই ত্র্যহস্পর্শেই আরও এক ‘ব্ল্যাক থার্সডে’ দেখল ভারতীয় শেয়ার বাজার।

করোনাভাইরাস যত ছড়াচ্ছে, ততই ধস নামছে ভারতের সঙ্গে গোটা বিশ্বের শেয়ার বাজারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনাকে এনডেমিক বা ‘অতিমারী’ (মহামারীর চেয়েও ভয়ঙ্কর) ঘোষণা করেছে। তার জেরে বাজার খোলার সময় থেকে ক্রমাগত পড়তে থাকে শেয়ার বাজার। দিনের মধ্যে কখনও সামান্য উপরে উঠেছে, তো পরের মুহূর্তেই হু হু করে নেমেছে সূচক।

মুম্বই শেয়ার সূচক সেনসেক্সের সকাল শুরু হয়েছিল ১৫ হাজার পয়েন্ট নীচে থেকে। তার পর সারা দুপুর পর্যন্ত ২০০০ থেকে ২৫০০ পয়েন্ট নীচে ঘোরাফেরা করেছে। কিন্তু তার পর থেকে কার্যত উল্কার বেগে পতন শুরু হয়। এক সময় ৩২০৪.৩০ পয়েন্ট নেমে সেনসেক্স পৌঁছে যায় ৩২৪৯৩ পয়েন্টে। তবে বাজার বন্ধ হওয়ার আগে কিছুটা উঠে দিনের শেষে বন্ধ হয়েছে ৩২778.১৪ পয়েন্টে। পতন ২৯১৯ পয়েন্ট বা ৮.১৮ শতাংশ। নিফটিতেও কার্যত ‘ফ্রি ফল’। বৃহস্পতিবার সর্বনিম্ন পতন ছিল ৯৫০.৪ পয়েন্ট। তখন নিফটির সূচক ছিল ৯৫০৮ পয়েন্টে। বাজার বন্ধের সময় সেই সূচক কিছুটা বেড়ে ৯৫৯০ অঙ্কে। পতন ৮৬৮.২৫ পয়েন্ট (৮.৩০ শতাংশ)। দুই সূচকের ইতিহাসেই এত বড় পতন এর আগে কখনও হয়নি।

আরও পড়ুন: করোনাকে অতিমারী ঘোষণা করল হু, ইউরোপ-আমেরিকা ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা ট্রাম্পে

আরও পড়ুন: করোনা-আক্রান্ত সস্ত্রীক মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস, রাখা হল আইসোলেশনে

আলাদা করে উল্লেখ করার মতো কোনও ক্ষেত্র নেই, যেখানে পতন কম হয়েছে। ব্যাঙ্ক থেকে গাড়ি, উৎপাদন থেকে বিমা, সবক্ষেত্রেই পতনের হার প্রায় একই রকম। তার মধ্যেও সবচেয়ে বেশি পড়েছে এইচডিএফসি ব্যাঙ্ক (৯%), এইচডিএফসি (৭%), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (৭%), এসবিআই, এক্সিস ব্যাঙ্ক, আইটিসি, ওএনজিসি-র (প্রায় ১৩%) শেয়ার।

করোনা আতঙ্কে শেয়ার বিক্রির ধুম পড়ে গিয়েছে লগ্নিকারীদের মধ্যে। ক্রমাগত বাজার থেকে লগ্নি তুলে নিচ্ছেন বিদেশি লগ্নিকারীরা। করোনাকে অতিমারী ঘোষণা করায় সারা বিশ্বে তার জেরেই এই পতন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এই পতন কোথায় গিয়ে থামবে, বিশেষজ্ঞরাও কেউ আঁচ করতে পারছেন না।

অন্য বিষয়গুলি:

Coronavirus Sensex Nifty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE