Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Jio

দেওয়া হয়েছে বকেয়া, যুক্তি জিয়ো ঘনিষ্ঠের

জিয়োর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, যে স্পেকট্রাম ব্যবহারের জন্য ২০১৬ সালে আরকমের সঙ্গে চুক্তি হয়, তার বকেয়া ইতিমধ্যেই মেটানো হয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২০ ০৩:৩২
Share: Save:

রিলায়্যান্স কমিউনিকেশন্সের (আরকম) যে স্পেকট্রাম রিলায়্যান্স জিয়ো ব্যবহার করে, তার জন্য তারা আরকমের বকেয়া স্পেকট্রাম চার্জ মেটাবে না কেন— শুক্রবার রিলায়্যান্স জিয়োকে এই প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। জিয়োর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, যে স্পেকট্রাম ব্যবহারের জন্য ২০১৬ সালে আরকমের সঙ্গে চুক্তি হয়, তার বকেয়া ইতিমধ্যেই মেটানো হয়েছে। তার আগে ব্যবহৃত স্পেকট্রামের জন্য আরকমের যে বকেয়া রয়েছে, তার সঙ্গে এই চুক্তির সম্পর্ক নেই। বস্তুত সূত্রের যুক্তি, তার আগে রিলায়্যান্স জিয়ো সংস্থাটিই ছিল না।

সূত্রের দাবি, আরকম ও রিলায়্যান্স টেলিকমের হাতে থাকা স্পেকট্রামের মধ্যে ৮০০ মেগাহার্ৎজ় ব্যান্ড ব্যবহারের জন্য ২০১৬ সালে চুক্তি করে জিয়ো। যা হয়েছিল টেলিকম দফতরের (ডট) নির্দেশিকা মেনেই। এই স্পেকট্রামের ফি বাবদ আরকম, রিলায়্যান্স টেলিকম ও জিয়ো টাকা দিয়েছে। আরকমের ২জি, ৩জি এবং ৪জি স্পেকট্রামের অন্যান্য ব্যান্ডের জন্য চুক্তি হয়নি। ফলে তাদের বকেয়ার সঙ্গে জিয়োর চুক্তির সম্পর্ক নেই।

অন্য বিষয়গুলি:

Jio RCom Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE