Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Samsung

ঘুষ মামলায় কারাদণ্ড স্যামসাং কর্তার, প্রশ্নের মুখে উত্তরাধিকার

গত বছরই স্যামসাং ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান লি কুন হি প্রয়াত হয়েছেন।

সাজাপ্রাপ্ত: সোমবার সোল হাইকোর্টে স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি। পিটিআই

সাজাপ্রাপ্ত: সোমবার সোল হাইকোর্টে স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি। পিটিআই

সংবাদ সংস্থা
সোল শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ০৪:২২
Share: Save:

ঘুষ-কাণ্ডে ফের জেলে পাঠানো হল দক্ষিণ কোরিয়ার স্যামসাং সাম্রাজ্যের কর্ণধার জে ওয়াই লি-কে। এ বারে কারাবাসের মেয়াদ ৩০ মাস।

গত বছরই স্যামসাং ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান লি কুন হি প্রয়াত হয়েছেন। পৃথিবীর অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থার শীর্ষ পদে কে বসবেন, সে ব্যাপারে আলোচনা চলছিল সংশ্লিষ্ট মহলে। বলা হচ্ছিল, হি-এর ছেলে জে ওয়াই লি-র ওই পদে বসা সময়ের অপেক্ষা। কিন্তু ঠিক সেই সময়ে বড় ধাক্কা এল সংস্থার উপরে। ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম সংস্থার উত্তরাধিকার সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও পিছিয়ে গেল। অন্য অংশের আবার বক্তব্য, আগেও একই অভিযোগে দু’বার জেলে যেতে হয়েছে লি-কে। তখন স্যামসাংয়ের ব্যবসার উপরে কোনও বিরূপ প্রভাব পড়েনি। এ বারেও সম্ভবত পড়বে না। সংস্থাটির মূল প্রতিযোগী চিনের হুয়েই টেকনোলজি এখন সারা বিশ্বেই কিছুটা কোণঠাসা। ফলে স্যামসাংয়ের পথ মোটের উপরে মসৃণ।

ব্যবসায় সুবিধা পেতে পরিবার নিয়ন্ত্রিত স্যামসাং গোষ্ঠীর শীর্ষ কর্তা লি-র বিরুদ্ধে ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন হে এবং তাঁর বন্ধুকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল। ঘুষ কেলেঙ্কারির জেরে প্রেসিডেন্টের পদ থেকে আগেই অপসারিত হয়েছেন পার্ক। ২০ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। এ বার সাজা হল স্যামসাং শীর্ষ কর্তারও।

অন্য বিষয়গুলি:

Samsung Vice Chairman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE